Advertisement
E-Paper

নতুন গোয়েন্দাপ্রধান বেছে নিল ইরান! সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এই ব্রিগেডিয়ার জেনারেল

ইরান-ইজ়রায়েলের মধ্যে হানাহানি অব্যাহত। শুক্রবার দুই দেশের যুদ্ধ অষ্টম দিনে পড়ল। সেই আবহেই সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১১:০৫
Brigadier General Majid Khadami as the new head of the Islamic Revolutionary Guard Corps\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' intelligence division

ইরানের নতুন গোয়েন্দাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের নতুন গোয়েন্দাপ্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। গত ১৫ জুন ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছিল সে দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মহম্মদ কাজ়েমির। সেই হামলাতেই মারা যান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর-এর (আইআরজিসি) প্রধান (চিফ অফ স্টাফ) মেজর জেনারেল মহম্মদ হোসেন বাগেরি, প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদ।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সুরক্ষা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন মাজিদ। এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য সুরক্ষা দফতরেরও দায়িত্বে ছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ওই দফতরের প্রধান ছিলেন মাজিদ। জাতীয় নিরাপত্তায় তাঁর ভূমিকা অপরিসীম। এ বার তাঁর হাতেই দেশের গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হল।

ইরান-ইজ়রায়েলের মধ্যে হানাহানি অব্যাহত। শুক্রবার দুই দেশের যুদ্ধ অষ্টম দিনে পড়ল। ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিচ্ছে ইরানের একের পর এক তৈলভান্ডার, সেনাছাউনি। তাদের হামলায় এখনও পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনীর বেশ কয়েক জন উচ্চপদস্থ কর্তাও প্রাণ হারিয়েছেন। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। কখনও ড্রোন, আবার কখনও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইজ়রায়েলে। সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ড্রোম’ ভেদ করে ধ্বংস করছে ইজ়রায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য! এই যুদ্ধে দুই দেশেরই বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

ইরান-ইজ়রায়েল সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই যুদ্ধে আমেরিকার মতো দেশও সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার ইরানকে যুদ্ধের পথ থেকে সরে আসার কথা বলেছেন। শুধু তা-ই নয়, হুঁশিয়ারির সুরে তাঁকে এ-ও বলতে শোনা গিয়েছে, যদি ইরান যুদ্ধ বন্ধ না করে তবে ‘ভয়াবহ’ পরিস্থিতি হবে। ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সেই আবহেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিরা। তার পরেই তাঁরা ইরানের বিদেশমন্ত্রী আরাগচির সঙ্গে বৈঠকে বসতে পারেন। শুক্রবারের বৈঠকে ইরানকে কি সেই আলোচনার টেবিলেই নিয়ে আসতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন ও তার তিন দেশ, সে দিকেই নজর রয়েছে।

Iran-Israel Conflict Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy