Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

Coronavirus: দৈনিক সংক্রমণে রেকর্ড ব্রিটেনে! ওমিক্রন নিয়ে আতঙ্কে বরিস জনসন সরকার

অফিসে গিয়ে কাজ করতে হলে প্রত্যেককে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার।

সংক্রমণ লাগামছাড়া ব্রিটেনে

সংক্রমণ লাগামছাড়া ব্রিটেনে ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৭:৩৮
Share: Save:

করোনাভাইরাসের ডেল্টা বা অন্য স্ট্রেনের তুলনায় এর সংক্রমণ ক্ষমতা প্রায় ৭০ গুণ বেশি। মারণ ক্ষমতা কম, কিন্তু তাতেও যে প্রথম মৃত্যু ঘটে গিয়েছে ব্রিটেনেই। ওমিক্রন নিয়ে তাই আতঙ্কে বরিস জনসনের সরকার। সামনেই বড়দিনের উৎসব। এ অবস্থায় কড়াকড়ি বাড়াচ্ছে প্রশাসন। জানানো হয়েছে, উৎসব ও তার পরবর্তী সময়ে নাইটক্লাব বা যে কোনও জমায়েত বন্ধ রাখা হবে। এমনকি, অফিসে গিয়ে কাজ করতে হলে প্রত্যেককে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত, ব্রিটেনে গত কালের দৈনিক সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। এক দিনে করোনা পজ়িটিভ ধরা পড়েছে ৮৮ হাজার ৩৭৬ জনের। বিপদঘণ্টি বাজিয়ে পাঁচটি পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে: ১) ভ্যাকসিন নিতে হবে সকলকে। ২) কেনাকাটা করতে বেরোলে বা বন্ধু-আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার আগে করোনা পরীক্ষার (ল্যাটেরাল ফ্লো টেস্ট) রিপোর্ট নেগেটিভ কি না দেখে নেওয়া। ৩) কারও সঙ্গে দেখা করতে হলে খোলামেলা জায়গায় সাক্ষাৎ করা। ৪) কিছু দিনের ব্যবধানে লোকজনের সঙ্গে সাক্ষাৎ করা। ৫) পারস্পরিক দূরত্ববিধি, মাস্ক পরা ও হাত ধোওয়ার নিয়ম বজায় রাখা। সরকারের বক্তব্য, নিয়মগুলি মানলে সংক্রমণে রাশ টানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID19 Britain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE