Advertisement
০৬ মে ২০২৪
International News

সাহস দেখানোর ফল? সাংবাদিককে ধর্ষণ করে খুন, এ বার বুলগেরিয়ায়

ওই ঘটনা নিয়ে আপাতত তোলপাড় গোটা ইউরোপ। ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঞ্জ টিমারম্যানস ওই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শিকার হলেন আরও এক জন সাংবাদিক।’’

সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা। ছবি- মারিনোভার টুইটার অ্যাকাউন্ট থেকে।

সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা। ছবি- মারিনোভার টুইটার অ্যাকাউন্ট থেকে।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৮:০৩
Share: Save:

ধর্ষণের পর খুন হলেন বুলগেরিয়ার সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভা। ৩০ বছর বয়সী মারিনোভার দেহটি গত শনিবার পুলিশ বুলগেরিয়ার উত্তর-পূর্ব প্রান্তের শহর রুসের একটি পার্ক থেকে উদ্ধার করে। বিনোদনমূলক একটি টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর মারিনোভা সম্প্রতি দুর্নীতি নিয়ে তদন্তমূলক সাংবাদিকতার একটি অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেছিলেন।

ওই ঘটনা নিয়ে আপাতত তোলপাড় গোটা ইউরোপ। ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঞ্জ টিমারম্যানস ওই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শিকার হলেন আরও এক জন সাহসী সাংবাদিক।’’ তদন্ত যাতে কোনও ভাবে থমকে না যায়, তার অনুরোধ জানিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের তরফে বুলগেরিয়া সরকারকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

মারিনোভার ধর্ষণ ও খুনের সঙ্গে তাঁর হালের সাংবাদিকতার কোনও যোগসাজশ থাকার কথা অবশ্য মানতে চায়নি বুলগেরিয়া সরকার। বুলগেরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী ম্লাডেন মারিনোভ বলেছেন, ‘‘এটা আরও একটা ধর্ষণ ও খুনের ঘটনা।’’ বুলগেরিয়ার পুলিশ জানাচ্ছে, যে পার্ক থেকে গত শনিবার মারিনোভার দেহ উদ্ধার করা হয়েছে, তার পাশেই রয়েছে মনোরোগীদের একটি ক্লিনিক। সেখান থেকে বেরিয়ে এসে কোনও মনোরোগী ওই ঘটনা ঘটিয়েছে কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ বলেছেন, ‘‘অনেক অপরাধ বিশেষজ্ঞ পাঠানো হয়েছে রুসেতে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে ডিএনএ পাওয়া গিয়েছে।’’

আরও পড়ুন- এ বার চিনের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি সামরিক ড্রোন কিনছে পাক সেনা​

আরও পড়ুন- প্রেমিকার কাছে ফোন রেখে যান খাশোগি​

উত্তর-পূর্ব বুলগেরিয়ার একটি বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল ‘টিভিএন’-এর জনপ্রিয় অ্যাঙ্কর মারিনোভা গত মাসেই দুর্নীতি নিয়ে তদন্তমূলক সাংবাদিকতার একটি অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেছিলেন। অনুষ্ঠানটির নাম- ‘ডিটেক্টর’। সবে ওই অনুষ্ঠানের প্রথম এপিসোডটি দেখানো হয়েছিল।

সরকারবিরোধী সাংবাদিকতার অভিযোগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বুলগেরিয়ার পুলিশ আটক করেছিল দিমিতর স্তোয়েনভ ও রোমানিয়ার সাংবাদিক আতিল্লা বিরোকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE