নতুন বছরে আরও সঙ্কটে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর এককালের মিত্র নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিত সিংহ বুধবার সরাসরি বলেই দিলেন, ট্রুডো সরকারের বিরুদ্ধে কানাডার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন তিনি। এমনিতেই লিবারেল পার্টির মধ্যেই ট্রুডোর বিরুদ্ধে অসন্তোষ দানা বেধে উঠেছে। কেবেক-এর এমপি-রাও স্পষ্ট জানিয়েছেন যে ট্রুডোর পদত্যাগ চান তাঁরা। তার উপর জগমিতের প্রস্তাব যদি বিরোধীরা সমর্থন করে, তবে কানাডায় ‘স্ন্যাপ ইলেকশন (নির্ধারিত সময়ের আগে নির্বাচন)’ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের হঠাৎ পদত্যাগের পর থেকেই ঘরে-বাইরে পদত্যাগের চাপ বাড়ছে ট্রুডোর উপর। অনেকেরই দাবি, ট্রুডোর গদিচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা।
দেশের মানুষের কাছেও ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে। সম্প্রতি ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কি রিসর্টে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানেও প্রকাশ্য অসন্তোষের মুখে পড়তে হয় তাঁকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)