গায়ক স্বপ্নে দেখেছিলেন রাজকুমারীকে। কেউ স্বপ্নে দেখেন পছন্দের জায়গায় পৌঁছে গিয়েছেন। কেউ দেখেন কোটিপতি হয়ে গিয়েছেন। কিন্তু লটারির নম্বর কখনও স্বপ্নে দেখেছেন? আপনি না দেখলেও দেখেছিলেন ওলগা বেনো। আর সেই দেখাই শাপে বর হয়ে এল তাঁর কাছে। বেশিরভাগ সময়ই ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভুলে যাই আমরা। কিন্তু ভাগ্যিস ওলগা’র স্মৃতিশক্তি বেইমানি করেনি তাঁর সঙ্গে।
কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কশিয়ার বাসিন্দা ওলগা বেনো। গত ২৮ বছর ধরে লটারি খেলছেন তিনি। কিন্তু চমকটা লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। এই ২৮ বছর ধরে একই নম্বরের টিকিট কাটেন তিনি। আর নম্বরটা তিনি পেয়েছিলেন স্বপ্নে। এ বার সেই স্বপ্নের নম্বরের হাত ধরেই মালকিন হলেন ৩৯ লক্ষ ডলারের।
বিশ্বাস না হলেও ওলগা বলছেন এটাই সত্যি। ১৯৮৯ সালের মে মাসের এক রাতে স্বপ্নে একটা লটারির নম্বর দেখতে পান ওলগা। তারপর থেকে নিয়মিত ওই একই নম্বর ব্যবহার করে লটারি কাটছেন তিনি। তাঁর কথায়, ‘‘নম্বরগুলো আমার এতই চেনা যে মুখস্থ হয়ে গিয়েছে। রাতেই টিভিতে লটারির ফলাফল দেখতে দেখতে মনে হল যেন আমার টিকিটের নম্বরটা দেখলাম। কিন্তু চোখে ভাল দেখি না বলে বিশ্বাস করতে পারিনি। পরের দিন কাগজেও আমার নম্বরগুলোই দেখতে পেলাম। তাও প্রথমে বিশ্বাস হতে চায়নি। ভাবলাম ভুল দেখছি।’’