Advertisement
E-Paper

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি খেলে কোটিপতি হলেন এই মহিলা!

গায়ক স্বপ্নে দেখেছিলেন রাজকুমারীকে। কেউ স্বপ্নে দেখেন পছন্দের জায়গায় পৌঁছে গিয়েছেন। কেউ দেখেন কোটিপতি হয়ে গিয়েছেন। কিন্তু লটারির নম্বর কখনও স্বপ্নে দেখেছেন? আপনি না দেখলেও দেখেছিলেন ওলগা বেনো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ১৫:৪৮
পুরস্কার হাতে ওলগা বেনো। ছবি: সংগৃহীত

পুরস্কার হাতে ওলগা বেনো। ছবি: সংগৃহীত

গায়ক স্বপ্নে দেখেছিলেন রাজকুমারীকে। কেউ স্বপ্নে দেখেন পছন্দের জায়গায় পৌঁছে গিয়েছেন। কেউ দেখেন কোটিপতি হয়ে গিয়েছেন। কিন্তু লটারির নম্বর কখনও স্বপ্নে দেখেছেন? আপনি না দেখলেও দেখেছিলেন ওলগা বেনো। আর সেই দেখাই শাপে বর হয়ে এল তাঁর কাছে। বেশিরভাগ সময়ই ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভুলে যাই আমরা। কিন্তু ভাগ্যিস ওলগা’র স্মৃতিশক্তি বেইমানি করেনি তাঁর সঙ্গে।

কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কশিয়ার বাসিন্দা ওলগা বেনো। গত ২৮ বছর ধরে লটারি খেলছেন তিনি। কিন্তু চমকটা লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। এই ২৮ বছর ধরে একই নম্বরের টিকিট কাটেন তিনি। আর নম্বরটা তিনি পেয়েছিলেন স্বপ্নে। এ বার সেই স্বপ্নের নম্বরের হাত ধরেই মালকিন হলেন ৩৯ লক্ষ ডলারের।

বিশ্বাস না হলেও ওলগা বলছেন এটাই সত্যি। ১৯৮৯ সালের মে মাসের এক রাতে স্বপ্নে একটা লটারির নম্বর দেখতে পান ওলগা। তারপর থেকে নিয়মিত ওই একই নম্বর ব্যবহার করে লটারি কাটছেন তিনি। তাঁর কথায়, ‘‘নম্বরগুলো আমার এতই চেনা যে মুখস্থ হয়ে গিয়েছে। রাতেই টিভিতে লটারির ফলাফল দেখতে দেখতে মনে হল যেন আমার টিকিটের নম্বরটা দেখলাম। কিন্তু চোখে ভাল দেখি না বলে বিশ্বাস করতে পারিনি। পরের দিন কাগজেও আমার নম্বরগুলোই দেখতে পেলাম। তাও প্রথমে বিশ্বাস হতে চায়নি। ভাবলাম ভুল দেখছি।’’

এরপরেই বোনকে ফোন করে তিনি আরও একবার কাগজটা দেখতে বলেন। প্রথমে ওলগার বোনও কথাটা বিশ্বাস করতে পারেননি। পরে দেখা গেল সত্যিই স্বপ্নে পাওয়া নম্বরের লটারি থেকেই ৫৩ লক্ষ ডলার পুরস্কার পেয়েছেন তিনি।

এত টাকা নিয়ে এখন কী করবেন ওলগা বেনো?

১০ বছর আগে ক্যানসার ধরা পড়েছিল বেনোর। চিকিৎসার খরচ যোগাতে গিয়ে বাড়ি বিক্রি করতে হয়েছিল। তাই ওলগা চান ওই টাকায় খুব সুন্দর একটি বাড়ি তৈরি করতে। বাকি জীবনটা যেখানে শান্তিতে কাটাতে পারবেন। পাশাপাশি, নাতি-নাতনিদের নিয়ে অন্তত একবার বেড়াতে যেতে চান ডিজনি ওয়ার্ল্ডেও।

Lottery Canada Jackpot Dream Olga Beno Nova Scotia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy