Advertisement
২০ এপ্রিল ২০২৪

অধিকার জিতে নিতে ভোট ক্যাটালোনিয়ায়

সকাল থেকে পোলিং বুথের সামনে থিকথিকে ভিড়। আর ভিস, ক্যালাফেলের মতো শহরগুলি যেন নেমে এসেছিল রাস্তায়। লাইনে দাঁড়ানো অনেকের হাতে ছিল হলুদরঙা ফিতে— স্বাধীনতাকামীদের প্রতীক। ভিড় দেখে ভোট সমীক্ষকরা বলছেন, ভোটের হার সন্তোষজনক।

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০৩:১২
Share: Save:

আশা আর দ্বন্দ্বের উত্তেজনা নিয়েই বৃহস্পতিবার ভোট হয়ে গেল স্পেনের ক্যাটালোনিয়া প্রদেশে। ঠান্ডা হাওয়ার কামড় উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়েই এ দিন ভোট দিয়েছেন অন্তত ৫৫ লক্ষ মানুষ। সকাল থেকে পোলিং বুথের সামনে থিকথিকে ভিড়। আর ভিস, ক্যালাফেলের মতো শহরগুলি যেন নেমে এসেছিল রাস্তায়। লাইনে দাঁড়ানো অনেকের হাতে ছিল হলুদরঙা ফিতে— স্বাধীনতাকামীদের প্রতীক। ভিড় দেখে ভোট সমীক্ষকরা বলছেন, ভোটের হার সন্তোষজনক। মানুষ ফয়সালা চাইছে।

অক্টোবর থেকেই স্বাধীনতার জন্য লড়াই করছে স্পেনের এই প্রদেশে। সেই দাবিতে ১ অক্টোবরের গণভোট অবশ্য আগেই অবৈধ ঘোষণা করেছিল স্পেনের আদালত। তবু তার পরেও স্পেনের প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই স্বাধীনতা ঘোষণা করে ক্যাটালোনিয়ার প্রাদেশিক পার্লেমেন্ট। গণভোটের ২৭ দিনের মাথায়। মাদ্রিদ এই ঘোষণা মেনে নেয়নি। উল্টে ক্যাটালোনিয়ার স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া
হয়। বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসনে চলে যান ক্যাটালোনিয়ার প্রাদেশিক প্রেসিডেন্ট কার্লেস পুইজডেমন। তবে প্রবল চাপের মুখে পড়ে পুনর্নিবাচনের কথা বলে স্বাধীনতাকামীদের আপাত শান্ত করতে উদ্যোগী হয় স্পেন প্রশাসন। আজ, বৃহস্পতিবার ছিল সেই বহু প্রতীক্ষিত ভোট। ক্যাটালোনিয়ার স্বাধীনতাকামী বনাম স্পেন অনুগামী গোষ্ঠীর। ভোটে বিচ্ছিন্নতাবাদীরা জিতলে কী হবে, সে উত্তর পেতে অপেক্ষা ফল বেরনোর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Catalonia election Vote Voters Catalans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE