আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেই যাচ্ছে উত্তর কোরিয়া। সে দেশে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে, উত্তর কোরিয়ার কয়েক জনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এ ব্যাপারে তারা রাষ্ট্রপুঞ্জের সমর্থনও চাইছিল। কিন্তু কূটনৈতিক সূত্রের খবর, নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে রুদ্ধদ্বার আলোচনায় সেই প্রস্তাবে রুখে দাঁড়ায় চিন ও রাশিয়া।
বছরের শুরুতেই কয়েক দিনের ব্যবধানে চারটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তার মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে ট্রেন থেকে। বাইডেন প্রশাসন গত সপ্তাহেই এর সঙ্গে জড়িত বলে দাবি করে উত্তর কোরিয়ার পাঁচ জনের উপরে বিধি-নিষেধ আরোপ করেছে।
আমেরিকার অভিযোগ, চো মিয়ং হিয়ন নামে উত্তর কোরিয়ার এক জন রাশিয়ায় রয়েছেন এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা উত্তর কোরিয়ার সেকেন্ড অ্যাকাডেমি অব ন্যাচরাল সায়েন্সেসকে (এসএএনএস) সাহায্য করে চলেছেন।