Advertisement
২৭ মার্চ ২০২৩

ওবর-এ পরে এলে পস্তাবে ভারত: চিন

চিনের মেগা প্রকল্প ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (ওবিওআর তথা ওবর)-এ যোগ না দেওয়া নিয়ে ভারতের কড়া অবস্থানের সমালোচনা করল বেজিং সরকার।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০২:৪৭
Share: Save:

চিনের মেগা প্রকল্প ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (ওবিওআর তথা ওবর)-এ যোগ না দেওয়া নিয়ে ভারতের কড়া অবস্থানের সমালোচনা করল বেজিং সরকার। রবিবার বেজিংয়ে এই সম্মেলনের শুরুতেই ভারতের নাম না করে চিনা প্রেসিডেন্ট শি চিনফিং বলেছিলেন, প্রত্যেক দেশের উচিত অন্য দেশের আঞ্চলিক সংহতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ফলে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে তাদের ৫ হাজার কোটি ডলারের প্রকল্প চিন-পাক অর্থনৈতিক করিডরটি গেলেও তাতে আশঙ্কার কিছু নেই ভারতের। আজ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আরও এক ধাপ সুর চড়াল চিন। সে দেশের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমসে’র একটি প্রতিবেদনে লেখা হয়েছে, এই প্রকল্প নিয়ে ভারত যে ভাবে বেঁকে বসেছে, তা ‘দুর্ভাগ্যজনক’। তবে সারা বিশ্বের একাধিক শক্তিধর দেশের উপস্থিতি প্রমাণ করেছে, চিনের এই উদ্যোগে ছাপ ফেলতে পারেনি ভারতের আপত্তি। পাশাপাশি চিন বলেছে, বেশি দেরি করে ভারত এই প্রকল্পে সামিল হওয়ার কথা ভাবলেও তখন আর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে না দেশটি।

চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’-এর এই সম্মেলন শেষ হচ্ছে আজই। প্রেসিডেন্ট শি চিনফিং জানিয়েছেন, ২০১৯ সালে এই প্রকল্পের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে পরোক্ষে কি ভারতকে ফের এক বার ভেবে দেখার বার্তা দিল বেজিং? কূটনীতিকদের একাংশ মনে করছেন, এশিয়া ও ইউরোপকে জোড়ার এই মহাসড়ক প্রকল্পের মাঝখান থেকে ভারত বাদ পড়ে যাওয়ায় খানিকটা ঝামেলায় পড়ছে চিনও। তাই অনুরোধের পথে না হাঁটলেও সুকৌশলে ভারতকে এগিয়ে আসার একটা বার্তাও দিয়ে রাখল চিনফিং সরকার। গত কাল ওবর-এর মঞ্চ থেকে ভারতের নাম না করে বলা হয়, চিনের এই মেগা প্রকল্প থেকে উপকৃত হবে সব দেশই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.