চিনের প্রেসিডেন্ট শি জিপিংয়ের দরাজ সাহায্য পাকিস্তানকে। ফাইল চিত্র।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের গত সপ্তাহের চিন সফরের সময়ই ইঙ্গিত মিলেছিল। সোমবার সরাসরি সে কথা জানিয়ে দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর্থিক সঙ্কটে ধ্বস্ত পাকিস্তানের জন্য ৯০০ কোটি ডলার (প্রায় ৭৩ হাজার ৬৬০ কোটি টাকা) সাহায্যের ঘোষণা করে তিনি জানালেন, পাকিস্তানকে আর্থিক সঙ্কট থেকে মুক্ত করতে চিন সর্বতো ভাবে সাহায্য করবে।
গত বৃহস্পতিবার শাহবাজ়ের চিন সফরের সময়ই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ দ্রুত শুরু করে দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছিল। সে সময় পাকিস্তানকে আর্থিক সাহায্যের প্রশ্নে চিনা প্রেসিডেন্টের জবাব ছিল, ‘‘চিন্তার কারণ নেই। আমরা হতাশ করব না।’’ এর পর শনিবার পাক অর্থমন্ত্রী ইশাক দার বলেছিলেন, ‘‘আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে চিনের থেকে ৯০০ কোটি এবং সৌদি আরবের থেকে ৪০০ কোটি ডলার সাহায্য পাবে পাকিস্তান।’’
সোমবার জিনপিংয়ের ঘোষণায় সেই ‘ভবিষ্যদ্বাণী’ মিলে গিয়েছে। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন সোমবার প্রেসিডেন্টের বিবৃতি প্রকাশ করে বলেন, ‘‘পাকিস্তান আমাদের পুরনো বন্ধু। তাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে আমরা সম্ভাব্য সমস্ত চেষ্টা করব।’’ পাক রাজনীতিতে সাম্প্রতিক অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করে ঝাও বলেন, ‘‘আমরা ওঁর (ইমরান) দ্রুত আরোগ্য কামনা করি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy