শ্রবণশক্তি যাদের কম,তারা সব কথাই কম শুনতে পায়। কিন্তু শ্রবণ সমস্যায় লিঙ্গভেদের কথা শুনেছেন কখনও? সম্প্রতি এ রকমই ঘটনা ঘটল চিনে। সেখানে এক মহিলা দাবি করেছেন, তিনি নাকি কোনও পুরুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছেন না!
এই ধরনের অদ্ভুত রোগ দেখে বিস্মিত চিকিৎসকরাও। মহিলার নাম চেন। তিনি শিয়ামেন শহরের বাসিন্দা। এটি চিনের পূর্ব উপকূলে অবস্থিত। চেন চিকিৎসকদের জানিয়েছেন, একদিন সকালে উঠে তিনি দেখলেন, কোনও পুরুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছেন না। এমনকি নিজের বয়ফ্রেন্ডের গলার আওয়াজও নয়।
পরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পেরেছেন,ওই মহিলা'রিভার্স-স্লোপ হিয়ারিং লস'-এ আক্রান্ত। যার ফলে তিনি শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সির আওয়াজই শুনতে পাবেন। চিকিৎসকেরা মনে করছেন, ক্লান্তি থেকে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। একদিন সকালে ঘুম থেকে উঠে আচমকা চেন এই ঘটনা প্রত্যক্ষ করেন। হাসপাতালে গিয়ে ইএনটি বিশেষজ্ঞ দেখালে আসল ঘটনা সামনে আসে।