Advertisement
২৪ এপ্রিল ২০২৪
church

আমেরিকায় ৩০ বছরের পুরনো গির্জায় এ বার প্রতিষ্ঠা হচ্ছে মন্দির

কানাডার টরন্টোয় ১২৫ বছরের পুরনো সম্পত্তি কিনেছে স্বামীনারায়ণ গদি সংস্থান। সেখানেও মন্দির বানানোর পরিকল্পনা রয়েছে।

সংবাদ সংস্থা
অমদাবাদ শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৬:০৭
Share: Save:

আমেরিকার ভার্জিনিয়ায় পোর্টসমাউথে ৩০ বছরের পুরনো গির্জায় এ বার গড়ে তোলা হবে স্বামীনারায়ণের মন্দির। তবে, এই কাজ করার জন্য কোনও স্থাপত্য নষ্ট করা হবে না। কেবল গির্জার আকারের কিছু রদবদল করা হবে। সংস্কারের কাজ শেষ হলে বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। একটি সাক্ষাত্‍কারে স্বামীনারায়ণ মন্দিরের তরফে মহান্ত ভাগবতপ্রিয়দাস স্বামী জানিয়েছেন, ‘‘যেহেতু এখানে অন্য এক ধর্মের আধ্যাত্মিক জায়গা ছিল, তাই আমরা বিশেষ কোনও পরিবর্তন এখানে করব না।’’

আমেরিকায় এই নিয়ে ষষ্ঠ গির্জা, যা রূপান্তরিত করা হল স্বামীনারায়ণ মন্দিরে। আর গোটা বিশ্বে এই নিয়ে নবম গির্জাকে মন্দিরে রূপান্তরিত করেছে আমদাবাদের স্বামীনারায়ণ গদি সংস্থান।

এর আগে, ক্যালিফোর্নিয়া, লুইজিভিল, পেনসিলভেনিয়া, লস অ্যাঞ্জেলেস এবং ওহায়ো-র গির্জার জায়গায় তৈরি হয়েছে এই মন্দির। লন্ডন ও ম্যানচেস্টারের দু’টি গির্জার জায়গায় মন্দির করা হয়েছে। পাশাপাশি, কানাডার টরন্টোয় ১২৫ বছরের পুরনো সম্পত্তি কিনেছে স্বামীনারায়ণ গদি সংস্থান। সেখানেও মন্দির বানানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: লাভার চাপে কী ভাবে ফাটল মাউন্ট ক্রাকাতোয়ার দেওয়াল, দেখুন সেই ভয়ানক ভিডিয়ো

আরও পড়ুন: বড়দিনের আগে কানাডার রাস্তায় সান্তা, তবে ‘ক্লজ’ নয়, ‘সিংহ’!​

স্বামীনারায়ণ মন্দির সূত্রের খবর ভার্জিনিয়াতে প্রায় ১০ হাজার গুজরাতির বাস। তাঁরা বেশিরভাগই উত্তর গুজরাত, মধ্য গুজরাত এবং কচ্ছ-এর বাসিন্দা। ৫ একর জমির উপর তৈরি এই গির্জার আয়তন ১৮ হাজার স্ক্যোয়ার ফিট। ১১ কোটি ১৯ লক্ষ ৭৬ হাজার টাকায় কেনা হয়েছে এই গির্জাটি।

(সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Church Portsmouth Swaminarayan temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE