Advertisement
১৮ মে ২০২৪

সসস..সসস... একি! কমোডের মধ্যে এটা কিসের মাথা!

যত সাপ শৌচাগারে! কাণ্ড-কারখানার সঙ্গে যেমন কাঠমান্ডুর যোগ আছে, তেমন সাপের সঙ্গে শৌচাগারেরও! যে সে শৌচাগার নয়, তাইল্যান্ডের শৌচাগার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ১৩:৩০
Share: Save:

যত সাপ শৌচাগারে!

কাণ্ড-কারখানার সঙ্গে যেমন কাঠমান্ডুর যোগ আছে, তেমন সাপের সঙ্গে শৌচাগারেরও! যে সে শৌচাগার নয়, তাইল্যান্ডের শৌচাগার।

আস্ত ৯ ফুটের পাইথনের পর এ বার তাইল্যান্ডেরই আর এক বাড়ির কমোড থেকে উদ্ধার হল বিষাক্ত গোখরো। কমোডের মধ্যে লুকিয়ে থাকা সেই সাপকে টেনে হিঁচড়ে বের করতে রীতিমতো হিমশিম খেতে হল বন দফতরের কর্মীদের।

আরও পড়ুন: কমোডে বসে পুরুষাঙ্গে পাইথনের কামড় খেলেন ইনি!

অভ্যাসমতো গতকাল সকালেও ঘুম থেকে উঠে শৌচাগারে গিয়েছিলেন তাইল্যান্ডের পোল্লাপাত নামে এক যুবক। কমোডের কাছে পৌঁছতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। এ কি! কমোডে জমে থাকা জলের মধ্যে ওটা কিসের মাথা! আর একটু কাছে যেতে সসস..সস... শব্দও কানে আসে তাঁর। এ সাপকে হেলাফেলা করা যে মোটেই উচিত হবে না, তাও বেশ ঠাওর করতে পারছিলেন তিনি। বাথরুমের দরজা বন্ধ করে সোজা ফোন বন দফতরের কর্মীদের। টানা ৩০ মিনিট চিরুনি তল্লাশির পর বন দফতরের কর্মীরা সাপটিকে খুঁজে বের করেন। কমোডের পাইপের মধ্যেই কুণ্ডলী পাকিয়ে ছিল সেটি।

উদ্ধারের পর সাপটি ব্যাঙ্ককের ক্যুইন সাওভাবা মেমরিয়াল ইনস্টিটিউটে রাখা রয়েছে। আপাতত স্বস্তিতে ২৭ বছরের ওই যুবকও। তবে কী ভাবে সাপটি কমোডের মধ্যে এল তার কিনারা এখনও করে উঠতে পারেননি তিনি।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

snake Toilet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE