Advertisement
E-Paper

গভীর রাতে ইজ়রায়েলি বিমানবহর হামলা চালাল পড়শি দেশে, নিশানায় আবার শিয়া জঙ্গিগোষ্ঠী হিজ়বুল্লা

২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় ইজ়রায়েলি হামলা শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজ়বুল্লা তেল আভিভের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। কয়েক মাসের সংঘর্ষ বিরতির পর আবার তা শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:২৪
Israel bombards dozen locations across southern Lebanon

লেবাননে ইজ়রায়েলি হামলা। ফাইল চিত্র।

কয়েক সপ্তাহের বিরতির পরে আবার লেবাননে হামলা শুরু করল ইজ়রায়েল। শুক্রবার রাত থেকে দক্ষিণ লেবাননের এক ডজনেরও বেশি ঠিকানায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেল আভিভ জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার শিবির নিশানা করেই এই হামলা।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) শনিবার জানিয়েছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলে জনবসতি এলাকায় শুক্রবার থেকে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইজ়রায়েলি বায়ুসেনা। লেবাননের তরফে কোনও প্রত্যাঘাতের ঘটনা ঘটেনি বলে বেইরুটের দাবি। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় ইজ়রায়েলি হামলা শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজ়বুল্লা তেল আভিভের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। তার পরে এক বছর ধরে দু’তরফের সংঘর্ষ চলে। নিহত হন হাইতাম আলি তাবতাবাই, উইসাম হাসান তাওয়েলে, মহম্মদ নামেহ নাসের-সহ হিজ়বুল্লার প্রথম সারির নেতারা।

আমেরিকার হস্তক্ষেপে ২০২৪ সালের দু’পক্ষের মধ্যে সংঘর্ষবিরতি হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ৬০ দিন পর্যন্ত সময় নিতে পারবে ইজ়রায়েল। তবে কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না। এর পর কয়েক মাস লেবাননে হামলা করতে দেখা যায়নি ইজ়রায়লকে। কিন্তু অক্টোবরের শেষপর্ব থেকে নতুন করে লেবাননে হামলা শুরু করে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ। লেবানন সরকারের অভিযোগ, দক্ষিণাঞ্চলের তাদের ভূখণ্ডের কয়েকটি সামরিক কৌশলগত অবস্থান এখনও দখলে রেখেছে ইজ়রায়েলি সেনা।

Israel Attack Lebanon tel aviv Hezbollah Lebanon Israel-Hamas Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy