বিশ্ব জুড়ে নেটাগরিকদের পছন্দের তালিকায় উপরের দিকেই থাকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে এ বার নেটাগরিকরা তাঁর কাজের কারণে নয়, স্টাইলের কারণে ট্রুডোকে ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। সম্প্রতি তাঁর আঙ্গুল চালিয়ে চুল ঠিক করে নেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
করোনাভাইরাসের কারণে রাজধানী ওটোয়ার বাসভবন থেকেই কাজ করছেন ট্রুডো। সেখানে দিনের একটা নির্দিষ্ট সময়ে বেরিয়ে এসে বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন। সারাদিনের করোনা সংক্রান্ত আপডেট এবং যদি কোনও ঘোষণা থাকে, সংবাদমাধ্যমের সামনে রাখেন।
সম্প্রতি এমনই এক সাংবাদিক বৈঠকে এসেছিলেন ট্রুডো। সেখানে কথা বলতে বলতেই তাঁর কিছু চুল কপালের দিকে নেমে আসে। সেগুলিকে আর পাঁচ জনের মতোই আঙ্গুল চালিয়ে ঠিক করে নেন। ক্যামেরাবন্দি হয় সেই দৃশ্য।