Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Coronavirus

‘নাক দিয়েই মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ভাইরাস’

জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৬:২৩
Share: Save:

শুধু শ্বাসনালি ও ফুসফুস নয়, মস্তিষ্কেও হানা দিচ্ছে করোনাভাইরাস। আক্রমণ করছে কেন্দ্রীয় স্নায়ুতন্দ্রকে। তার ফলেই হারিয়ে যাচ্ছে স্বাদ-গন্ধ। মাথা ব্যথা, পেশির যন্ত্রণার মতো নানা উপসর্গে ভুগছেন অনেকে। বিষয়টি আগে জানা গেলেও কী ভাবে ভাইরাস মস্তিষ্কে পৌঁছচ্ছে, তা নিয়ে এত দিন স্পষ্ট কিছু জানা যায়নি। সম্প্রতি গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, নাক দিয়েই ভাইরাস পৌঁছে যাচ্ছে আমাদের মস্তিষ্কে। ফলে এই ধরনের উপসর্গে ভুগছেন মানুষ।

জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় প্রকাশিত হয়েছে ওই রিপোর্ট। পরীক্ষা চলাকালীন কোনও কোনও রোগীর ন্যাসো ফ্যারিংস-এ ভাইরাসের কিছু উপাদান মিলেছে। একই উপাদান মিলেছে ওই রোগীর মস্তিষ্কেও। সেই সূত্র ধরেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন।

এ দিকে আমেরিকায় করোনা সংক্রমণ এখন লাগামছাড়া। রাশ নেই মৃত্যুতেও। এই জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজ়ার এবং মডার্না ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর কাছে তাদের তৈরি সম্ভাব্য ভ্যাকসিনটিকে দ্রুত ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল। জল্পনা ছিল, বড়দিনের আগেই মিলতে পারে অনুমতি।

সোমবার দেশের স্বাস্থ্যসচিব অ্যালেক্স আজ়ার সেই জল্পনায় সরকারি সিলমোহর দিয়েছেন। তিনি জানিয়েছেন, বড়দিনের আগে দুটি ভ্যাকসিনই আসতে পারে। ফাইজ়ারকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আগামী ১০ ডিসেম্বর আলোচনায় বসতে চলেছেন এফডিএ-এর বিশেষজ্ঞরা। অনুমতি পাওয়ার দিন কয়েকের মধ্যেই সেটি হাতের মধ্যে চলে আসবে। তার পরের সপ্তাহেই ছাড় মিলবে মডার্নারও। আজ়ার জানান, প্রচলিত টিকা বণ্টন পদ্ধতিতেই বিভিন্ন প্রদেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। কোন কোন ক্ষেত্র আগে টিকা পাবে, তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।

আমেরিকার পাশাপাশি ইউরোপে ভ্যাকসিনে ছাড়পত্র চেয়ে আগেই আবেদন জানিয়েছিল মডার্না। সোমবার ফাইজ়ার ও তার সহযোগী জার্মান সংস্থা বায়োএনটেক ইউরোপে তাদের তৈরি সম্ভাব্য ভ্যাকসিনে ছাড়পত্রের জন্য আবেদন জানিয়েছে। ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তার সব দিক খতিয়ে দেখতে ২৯ ডিসেম্বর বৈঠকে বসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইউরোপীয় সংস্থা।

আমেরিকায় রোজ করোনা সংক্রমণ এতটাই বাড়ছে যে বড়দিনের আগে হাসপাতালগুলির আইসিইউ উপচে পড়বে বলে জানিয়ে দিয়েছে ক্যালিফর্নিয়ার প্রশাসন। এই পরিস্থিতিতে সোমবার ইস্তফা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা টাস্ক ফোর্সের অন্যতম উপদেষ্টা স্কট অ্যাটলাস। মাস্ক পরা ও অন্যান্য বিষয়ে স্কটের মন্তব্য ঘিরে বিতর্ক কম হয়নি। ট্রাম্পের পছন্দের তালিকায় থাকা স্কট সংক্রামক রোগ ও জনস্বাস্থ্য বিষয়ে একেবারেই অনভিজ্ঞ এবং অযোগ্য বলে অভিযোগ ছিল প্রশাসনের অন্দরেই। স্কট অবশ্য তাঁকে কাজের সুযোগ দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE