Advertisement
E-Paper

‘করোনায় মৃতের সংখ্যায় আমেরিকা নয়, চিনই এক নম্বরে’, দাবি ট্রাম্পের

ট্রাম্পের অভিযোগ, কোভিড-১৯ সংক্রমণে বেজিং সরকারি ভাবে মৃতের সংখ্যা যা বলছে, আদতে তা অনেক বেশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১১:৩৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে। ছবি-রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে। ছবি-রয়টার্স।

নোভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যায় মোটেই শীর্ষে নেই আমেরিকা। এ ব্যাপারে চিনই এক নম্বরে। মৃতের সংখ্যা নিয়ে বেজিংয়ের দেওয়া সরকারি পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করে হোয়াইট হাউসে শনিবার এ কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দিনদু’য়েক আগেই চিনের উহান প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা গণনায় ভুল হয়েছিল। মৃতের সংখ্যা বাড়ানো হয় প্রায় ১ হাজার ৩০০। এর জেরে চিনে এই সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬০০ হয়েছে বলে বেজিংয়ের তরফে দাবি করা হয়।

এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা শীর্ষে নেই মোটেই। আপনারাও জানেন, চিনই এ ব্যাপারে এক নম্বরে। চিন যে আমাদের খুব ধারেকাছে আছে, তা-ও নয়। আমাদের চেয়ে রয়েছে অনেক এগিয়ে। এটা ওরা (চিন) জানে। আমরাও জানি। জানেন আপনারাও। কিন্তু সে কথা সংবাদমাধ্যমে বলা হচ্ছে না।’’

আরও পড়ুন: ‘হটস্পট’ জেলার মধ্যে ‘কনটেনমেন্ট’ এলাকা সিল করে দিচ্ছে রাজ্য

আরও পড়ুন: করোনা আক্রান্তের মৃত্যু, এসএসকেএমে ৮ চিকিৎসক-সহ ১৪ জন কোয়রান্টিনে

ট্রাম্প প্রশ্ন তোলেন, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি ও স্পেনের মতো দেশগুলিতে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে উন্নত ও সর্বাধুনিক হওয়া সত্ত্বেও সেখানে এই সংক্রমণে যখন বহু মানুষের মৃত্যু হয়েছে ও হচ্ছে, তখন চিনে সেই হার কী ভাবেই বা হতে পারে মাত্র ০.৩৩ শতাংশ?

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, কোভিড-১৯ সংক্রমণে বেজিং সরকারি ভাবে মৃতের সংখ্যা যা বলছে, আদতে তা অনেক বেশি। তাই এ ব্যাপারে চিনের সরকারি পরিসংখ্যানকে ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে করছেন না আমেরিকার প্রেসিডেন্ট।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

COVID-19 Donald Trump China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy