Advertisement
E-Paper

হিথরো, ব্রাসেলস, বার্লিন! ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলিতে সাইবার হানা, ব্যাহত পরিষেবা

কোন বিমান কখন চলছে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষগুলি। তবে ইউরোপের সব বড় বিমানবন্দরে সাইবার হানা হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩
Cyberattack disrupts flights major European airports

ইউরোপের বিমানবন্দরগুলিতে সাইবার হানা। — ফাইল চিত্র।

ইউরোপের বড় বড় বিমানবন্দরে সাইবার হানা। সেই তালিকায় রয়েছে লন্ডনের হিথরো, ব্রাসেলস, বার্লিন বিমানবন্দর। শুধু তা-ই নয়, ইউরোপের আরও বেশ কয়েকটি বিমানবন্দরে একযোগে সাইবার হানা হয়েছে বলে খবর। এর ফলে ওই সব বিমানবন্দরের পরিচালন ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিমান পরিষেবাতেও ব্যাঘাত ঘটেছে। মূলত, চেক-ইন এবং বোর্ডিং ব্যবস্থায় সাইবার হানার মুখে পড়েছে।

হিথরো বিমানবন্দর এই সাইবার হানা সম্পর্কে বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, এর ফলে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলার আশঙ্কাও করা হচ্ছে। শুধু হিথরো নয়, ব্রাসেলস বিমানবন্দরও একই মর্মে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, সাইবার হানার কারণে স্বয়ংক্রিয় চেক-ইন এবং বোর্ডিং পরিষেবা অকার্যকর হয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানের সময়সূচির উপর প্রভাব ফেলেছে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় চেক-ইন এবং বোর্ডিং পরিষেবা বন্ধ থাকায় ‘ম্যানুয়াল’ ভাবে কাজকর্ম চলছে বিমানবন্দরে।

কোন বিমান কখন চলছে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষগুলি। তবে ইউরোপের সব বড় বিমানবন্দরে সাইবার হানা হয়নি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বা জ়ুরিখ বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক ছিল। তবে একযোগে এই সাইবার হানা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। সাম্প্রতিক অতীতে একসঙ্গে ইউরোপের এতগুলি বিমানবন্দরে সাইবার হানার ঘটনা ঘটেছে কি না, তা মনে করতে পারছেন না অনেকে।

Cyber Attack airport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy