Advertisement
E-Paper

জিন্না প্রধানমন্ত্রী হলে ভারত ভাঙত না, বললেন দলাই লামা

যদি মহাত্মা গাঁধীর ইচ্ছা পূর্ণ হত, তা হলে হয়তো ভারত ভূখণ্ড ভেঙে দু’টুকরো হয়ে ভারত ও পাকিস্তান, দু’টি রাষ্ট্রের জন্ম হত না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ১৭:৪০
দলাই লামা। বুধবার, গোয়ায়।

দলাই লামা। বুধবার, গোয়ায়।

ভারত ভূখণ্ড ভেঙে দু’টুকরো হত না, যদি জওহরলাল নেহরুর বদলে প্রধানমন্ত্রী হতেন মহম্মদ আলি জিন্না।

এমনটাই মনে করেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা।

পানজিম থেকে ৪০ কিলোমিটার দূরে গোয়ার শঙ্খলিম শহরে ‘গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট’-এর একটি অনুষ্ঠানে বুধবার এক ছাত্রের প্রশ্নের জবাবে দলাই বলেন, ‘‘ওই সময় মহাত্মা গাঁধী চেয়েছিলেন মহম্মদ আলি জিন্নাই প্রধানমন্ত্রী হোন। কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন খুবই আত্মকেন্দ্রিক মানসিকতার মানুষ। উনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে। যদি মহাত্মা গাঁধীর ইচ্ছা পূর্ণ হত, তা হলে হয়তো ভারত ভূখণ্ড ভেঙে দু’টুকরো হয়ে ভারত ও পাকিস্তান, দু’টি রাষ্ট্রের জন্ম হত না।’’

ওই অনুষ্ঠানে এক ছাত্র ৮৩ বছরের তিব্বতি ধর্মগুরুর কাছে জানতে চেয়েছিলেন, ‘‘কী ভাবে ভুল এড়াতে পারি আমরা?’’

তারই জবাব দিতে গিয়ে দলাই বলেন, ‘‘পণ্ডিত নেহরুকে আমি ভালই চিনতাম। উনি খুব অভিজ্ঞ, জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। তবে কোনও কোনও সময় ভুল তো হয়ই। এ ক্ষেত্রেও সেটাই হয়েছিল।’’

আরও পড়ুন- শিয়া-সূত্রেও জট, রামমন্দির প্রশ্নে রফা অধরাই​

আরও পড়ুন- অসুস্থ দলাই লামা, দিল্লি অস্বস্তিতে​

গণতন্ত্রের দাবিতে সরব ছিলেন বলেই তিব্বতি ধর্মগুরুকে তিব্বত ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছিল। এ দিনও দলাই সওয়াল করেন গণতন্ত্রের পক্ষে। তিব্বতি ধর্মগুরু বলেন, ‘‘আমি মনে করি, সামন্ততন্ত্র থেকে গণতন্ত্র অনেক ভাল। সামন্ততন্ত্রে সব সিদ্ধান্ত নেন গুটিকয়েক মানুষ। আর তা সবার ওপর চাপিয়ে দেওয়া হয়। তাই ওই ব্যবস্থা খুবই বিপজ্জনক। গণতন্ত্রে এটা হয় না। সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত প্রাধান্য পায়।’’

যে রাতে তিব্বত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন ধর্মগুরু দলাই লামা, এ দিন গোয়ার অনুষ্ঠানে তারও স্মৃতিচারণ করেন অশীতিপর তিব্বতি নেতা। বলেন, ‘‘১৯৫৯-র ১৭ মার্চ রাতে আমরা পালাতে বাধ্য হয়েছিলাম।’’

কেন বাধ্য হয়েছিলেন, সেটাও সোজাসাপটা জানিয়েছেন দলাই। বলেছেন, ‘‘চিনা প্রশাসন আর সে দেশের সেনাবাহিনীর দমনমূলক আচার-আচরণে ভয় পেয়ে গিয়েছিলাম। এটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কাল বেঁচে থাকব তো? ওঁদের বোঝাতে চেষ্টা করেছিলাম। পারিনি। তখন ’৫৯-এর ১৭ মার্চ রাতে ঠিক করে ফেলি, আজই পালাতে হবে।’’

Dalai Lama Jinnah India Pakistan দলাই লামা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy