ভারতে ‘মুসলিম গণহত্যা’ চলছে বলে অভিযোগ তুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান। পাক-ঘনিষ্ঠ বলে পরিচিত এর্ডোয়ান খুব সম্প্রতি কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। দিল্লির হিংসার প্রসঙ্গ তুলে বৃহস্পতিবার আঙ্কারায় তিনি বলেন, ‘‘ভারতে এখন ব্যাপক আকারে গণহত্যা হয়। কাদের গণহত্যা? মুসলিমদের। কারা করে? হিন্দুরা।’’
মুসলিমদের যারা আক্রমণ করছে, তারা রড নিয়ে টিউশন সেন্টারের পড়ুয়াদের উপরেও চড়াও হচ্ছে বলে অভিযোগ তোলেন এর্ডোয়ান। বলেন, ‘‘জনসংখ্যা প্রচুর হওয়ায় এরা বক্তৃতায় বলে, ‘আমরা শক্তিশালী।’ কিন্তু এটা আদৌ শক্তি নয়।’’ এর আগে মুসলিম রাষ্ট্রগুলির সংগঠন ‘ওআইসি’ও বলেছিল, রাজধানীতে নিশানা করা হচ্ছে মুসলিমদের।
সেই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘এই বিবৃতি ভ্রান্ত ও বিভ্রান্তিকর। স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টা চলছে। আমাদের আর্জি, এই সময়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন না।’’