তিনি ক্লিনিক চালান। গান করেন। র্যাপও নাচেন। অস্ত্রোপচার করতে করতেই নাচেন। নাচতে নাচতেই ছুড়ি, কাঁচি চালান। সম্প্রতি এমনই একজন মহিলা র্যাপ ডান্সার থুড়ি চিকিৎসক পুলিশ কর্তাদের ঘুম কেড়ে নিয়েছেন। তাঁর নামে অভিযোগ ভুরি ভুরি। অভিযোগ করেছেন খোদ রোগীরাই। কে এই চিকিৎসক?
উইনডেল ডেভিস বট নামে এই চিকিৎসকের নিবাস মার্কিন মুলুক। আটলান্টায় নিজের ক্লিনিক চালান উইনডেল। পেশায় তিনি একজন ডার্মাটোলজিস্ট বা কসমেটিক সার্জন। রোগীদের ত্বকের কাঁটাছেড়া করে তাঁদের চেহারায় বদল আনাই কাজ উইনডেলের। সম্প্রতি ক্লিনিকের অফিসিয়াল ইউটিউব পেজে বেশ কয়েকটি ভিডিয়ো আপলোড করেছেন উইনডেল। সেখানে দেখা যাচ্ছে, অস্ত্রোপচার করতে করতেই সহকর্মীদের সঙ্গে নাচ, গান করছেন তিনি। হাতে ধরা রয়েছে সার্জারির ছুড়ি, কাঁচি। কখনও ‘কাট ইট’, আবার কখনও ‘ব্রিক হাউস’ গানের সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা গিয়েছে তাঁকে।
দেখুন ভিডিয়ো: