Advertisement
২৩ এপ্রিল ২০২৪
DGCA

ইরাক এড়াতে পরামর্শ দিল্লির

পশ্চিমি দেশগুলির সঙ্গে বিমান যোগাযোগের ক্ষেত্রে ওই বিমানপথ সব চেয়ে বেশি ব্যবহার করে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ ০৩:৫৯
Share: Save:

ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাতের জেরে আজ ইরাক সফরের প্রশ্নে সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ভারত। পাশাপাশি ইরান, ইরাক, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের আকাশসীমা এড়ানোর জন্য ‘পরামর্শ’ দেওয়া হয়েছে ভারতীয় বিমান সংস্থাগুলিকে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর এক কর্তা বুধবার বলেছেন, ‘‘সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। তাঁদের সতর্ক থাকতে এবং সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে।’’ পশ্চিমি দেশগুলির সঙ্গে বিমান যোগাযোগের ক্ষেত্রে ওই বিমানপথ সব চেয়ে বেশি ব্যবহার করে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এ ছাড়া আরও দুই সংস্থা, ইন্ডিগো ও স্পাইসজেটের বিমানও ওই পথে ওড়ে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আজ সকালে একটি টুইট করে জানিয়েছেন, ‘ইরাকে উদ্ভূত পরিস্থিতির পরে সেই দেশে সফরের বিষয়ে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। আপাতত সব ভারতীয়ের জন্য পরামর্শ, খুব জরুরি কাজ না-থাকলে ইরাকে সফর এড়িয়ে যাওয়াই শ্রেয়। যত দিন পর্যন্ত পরবর্তী বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, তত দিন পর্যন্ত এ কথা মেনে চলুন। অন্য দিকে, ইরাকে বসবাসকারী ভারতীয়দেরও যথেষ্ট সতর্ক থাকতে বলা হচ্ছে। ইরাকে এই সময়ে ঘোরাঘুরি এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।’ নির্মাণ কাজে যুক্ত ভারতের বিভিন্ন অংশের শ্রমিকের বাস ইরাকে। তাই মাথায় রাখা হচ্ছে তাঁদের নিরাপত্তার কথাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DGCA Iran USA India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE