সাড়ে ছ’বছর পর আজ, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এ বারের ভোটে জয়-পরাজয়ে বড় নিয়ামক মহিলা ভোটারেরা। কয়েক জন প্রার্থীর জন্য কোচিং সেন্টারকেন্দ্রিক সমর্থকগোষ্ঠী ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনেকরা হচ্ছে।
ডাকসুতে এ বার ৩৯,৮৭৪ জন ভোটার ২৮টি পদে ৪৭০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে ছাত্রী ভোটার সংখ্যা ১৮,৯৫৯, যা মোট ভোটারের সাড়ে ৪৭ শতাংশ। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। তার পরে শুরু হবে ভোটগণনা। ডাকসুর ভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বর-সহ গোটা ঢাকায় বেনজির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বন্ধ রাখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনও। পড়ুয়াদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খানের বার্তা, ‘‘নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে যে কাজ করছে, তাতে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে, সেটাই প্রত্যাশা করছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)