Advertisement
E-Paper

লাইভ কনসার্টে মঞ্চ ভেঙে মৃত্যু শিল্পীর! দেখুন ভিডিও

অনুষ্ঠান চলাকালীন আচমকাই মঞ্চের উপরের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওয় ধরা পড়েছে ভয়াবহ এই দুর্ঘটনার মুহূর্তটি যা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১০:০৭
Share
Save

একটি লাইভ কনসার্টে কয়েক হাজার দর্শক জমায়েত হয়েছেন। অনুষ্ঠান চলছে। খোলা মঞ্চে চলছিল ডিজে পারফরম্যান্স। এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চের একটা বড় অংশ। মঞ্চের ভারী ধাতব কাঠামোয় চাপা পড়েন ডিজে-সহ অন্য শিল্পীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্রাজিলের পোর্তো আলেগ্রের ঘটনা।

পোর্তো আলেগ্রে-তে এখন চলছে ‘ব্রাজিল অ্যাটমস্পিয়ার ফেস্টিভ্যাল’। গত রবিবার একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে শো করছিলেন ডিজে কেলাব ফ্রেইতাস। জমে উঠেছিল ডিজে শো। অনুষ্ঠান চলাকালীন আচমকাই মঞ্চের উপরের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর কিছু ক্ষণের মধ্যেই ডিজে কেলাব ফ্রেইতাসের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গুরুতর আহত আরও তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে।

দেখুন ভিডিও:

কী ভাবে এত বড় দুর্ঘটনা ঘটল?

ফেস্টিভ্যালের উদ্যোক্তারা জানান, অনুষ্ঠান চলাকালীন প্রবল ঝড়ে মঞ্চের উপরের অংশটি ভেঙে পড়ে।

আরও পড়ুন: প্রকৃতির বিশ্বজোড়া রোষ

বেলাইন কামরা নেমে এল রাস্তায়, মৃত তিন

এ দিকে স্থানীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার দক্ষিণ ব্রাজিলের পোর্তা আলেগ্রে-সহ বেশ কিছু এলাকায় খারাপ আবহাওয়া এবং ঝড়ের আগাম সতর্কতা জারি করা হয়েছিল। আবহাওয়া দফতরের আগাম সতর্কতা সত্ত্বেও উদ্যোক্তারা কী ভাবে খোলা মঞ্চে মিউজিক কনর্সাটের আয়োজন করলেন, তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওয় ধরা পড়েছে ভয়াবহ এই দুর্ঘটনার মুহূর্তটি যা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Brazil Porto Alegre DJ Kaleb Freitas Video Video News Accident music festival

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}