Advertisement
০৬ মে ২০২৪

এভারেস্টে ডিজে শো

পৃথিবীর সব চেয়ে বেশি উচ্চতায় পার্টি! থাকবে ডিজে-র সুরে পা মেলানোরও সুযোগ। ৫,৩৮০ মিটার উঁচু এভারেস্টের বেস ক্যাম্পেই এ বার ডিজে শো। সৌজন্যে তিন বার গ্র্যামি মনোনীত ব্রিটিশ ডিজে পল ওকেনফোল্ড।

ব্রিটিশ ডিজে পল ওকেনফোল্ড

ব্রিটিশ ডিজে পল ওকেনফোল্ড

সংবাদ সংস্থা
কাঠমান্ডু শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০২:১৫
Share: Save:

পৃথিবীর সব চেয়ে বেশি উচ্চতায় পার্টি! থাকবে ডিজে-র সুরে পা মেলানোরও সুযোগ। ৫,৩৮০ মিটার উঁচু এভারেস্টের বেস ক্যাম্পেই এ বার ডিজে শো। সৌজন্যে তিন বার গ্র্যামি মনোনীত ব্রিটিশ ডিজে পল ওকেনফোল্ড।

পর্বতারোহণের মরসুম শুরু হতে বেশি দিন বাকি নেই। নেপালে অভিযাত্রীদের ভিড় বাড়ছে। তাঁদের জন্য মঙ্গলবার সকালে অনুষ্ঠান করবেন পল। একটি রেকর্ডিং সংস্থার উদ্যোগে এই প্রথম বার এভারেস্টে এমন আয়োজন। উদ্দেশ্য, বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতা তৈরি ও দরিদ্রদের জন্য অর্থ সংগ্রহ। ২০১৫-র ভূমিকম্পে নেপালে বাস্তুহারাদের পুনর্বাসনেও দেওয়া হবে এই অর্থ।

তিন দশকেরও বেশি সময় ডিজে-র পেশায় আছেন পল। জুটি বেঁধেছেন ম্যাডোনা ও ইউ২-র মতো আইরিশ ব্যান্ডের সঙ্গেও। তবে এ বার শো যেহেতু এভারেস্টের কোলে, তাই কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ‘‘বেশির ভাগ শ্রোতাকে বসেই শুনতে হবে। বায়ুর স্তর খুব পাতলা হওয়ায় অক্সিজেনেরও ঘাটতি হতে পারে,’’ বলছিলেন পলের সহকারী নেপালি ডিজে রান়়জেন ঝা। ৫৩ বছর বয়সী পলের পাহাড়ে চড়ার অভিজ্ঞতাই ছিল না। চার মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন। পলের শো নিয়ে আপত্তিও উঠেছে। অনেকের মতে, হিমালয়ের শান্তি ও নির্জনতা এতে বিঘ্নিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paul Oakenfold Mount Everest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE