পর্ন ছবির শ্যুট কেমন হয়, তা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল রয়েছে। ক্যামেরার সামনে কি সব সময়েই সঙ্গম উপভোগ করেন অভিনেতা-অভিনেত্রীরা? অনেকের মনেই এই ধরনের প্রশ্ন উঁকি মারে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেই সব প্রশ্নের উত্তর দিলেন আমেরিকার পর্ন ছবি ইন্ডাস্ট্রির অন্যতম মুখ ব্রিটনি অ্যাম্বার। যাঁর উত্তরে এর মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। ২০০৮ সালে প্রথম পর্ন ছবির জগতে পা রাখেন ব্রিটনি। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। ২০২১ সালে এই ধরনের ছবির জন্য পুরস্কারও পেয়েছেন তিনি। আমেরিকার পর্ন ছবির দুনিয়ায় যে পুরস্কার ‘অস্কার’-এর সঙ্গে তুলনীয়। পর্ন ছবি শ্যুটের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে ব্রিটনি বললেন, সঙ্গমের দৃশ্যে অভিনয় করা যতটা সহজ মনে, আদতে ততটা নয়। তাঁর কথায়, ‘‘অনেক সময়ে অস্বস্তিকর ভাবে সঙ্গমে লিপ্ত হতে হয় আমাদের। তখন ভীষণই সমস্যা হয়। আবার এমন অনেক পুরুষদের সঙ্গে অভিনয় করতে হয় যাঁদের অভিজ্ঞতা কম।’’ ব্রিটনির এই মন্তব্যে বিতর্কও তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তা হলে কি পর্ন তারকারা অনেক সময়ই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করেন?
আরও পড়ুন:
এত দিন বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত থেকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্রিটনিকে। কিন্তু এখন পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের জমি তৈরি করেছেন তিনি। খুলে ফেলেছেন নিজের একটি প্রযোজনা সংস্থা। বলছেন, ‘‘অন্য পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কাজ করতে মাঝে মাঝে সত্যিই সমস্যা হয়।’’
সঙ্গম কি কখনও একঘেয়ে লাগে? এই প্রশ্নের জবাবে ব্রিটনি জানান, ‘‘না, সেটা কখনই হতে দিই না আমি।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আগে অনেক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু আর নয়। এক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আর এক জনের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ায় অতীতে বহু বার সমস্যায় পড়তে হয়েছে।’’