মাঝারি পাল্লার সবচেয়ে উন্নত ‘আকাশ থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র পাবে পাকিস্তান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ইসলামাবাদকে এমনই খয়রাতির সিদ্ধান্ত নিয়েছে! পেন্টাগনের তরফে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বরের পাক-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার অঙ্গ হিসেবে ২০৩০ সালের মধ্যে এআইএম-১২০ডি-৩ মাঝারি পাল্লার ‘আকাশ থেকে আকাশ’ (এয়ার-টু-এয়ার) ক্ষেপণাস্ত্র (এএমআরএএএম) সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ পাবে পাক সেনা।
এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতীয় উপমহাদেশে সামরিক শক্তির ভারসাম্যে পাল্লায় পাকিস্তানের অবস্থান অনেকটাই পোক্ত হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছে। বস্তুত, প্রায় চার দশক আগে আমেরিকা থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার পরে এই প্রথম কোনও মার্কিন সামরিক সরঞ্জামের সর্বাধুনিক সংস্করণ পেতে চলেছে ইসলামাবাদ। ঘটনাচক্রে, মার্কিন সমরাস্ত্র নির্মাতা সংস্থা রেথিয়নের তৈরি ওই এআইএম-১২০ডি৩ ‘আকাশ থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র বসানো হবে সেই এফ-১৬ যুদ্ধবিমানেই।
আরও পড়ুন:
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং সে দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ট্রাম্প। সেখানেই প্রতিরক্ষাক্ষেত্রে ওয়াশিংটন-ইসলামাবাদ সমঝোতা আরও নিবিড় করার সিদ্ধান্ত হয়। গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ৬ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। যার পোশাকি নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। টানা চার দিনের সংঘর্ষের পরে অস্ত্রসংবরণে সম্মত হয় দুই দেশ। ট্রাম্পের দাবি, তাঁর উদ্যোগেই দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পাকিস্তানের তরফে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ‘ভূমিকা’ রয়েছে বলে জানানো হলেও ভারত মার্কিন হস্তক্ষেপের দাবি খারিজ করেছে। ঘটনাচক্রে, তার পর থেকেই পাকিস্তানের প্রতি ক্রমশ সদয় হচ্ছে আমেরিকা।