Advertisement
E-Paper

এখানেই তো বিল আর মনিকা... ওভাল অফিসে ট্রাম্পের রসালো ইঙ্গিত

প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিকের এমন অভিযোগে ট্রাম্পকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়ে গিয়েছে মার্কিন রাজনৈতিক মহলে।

ডোনাল্ড ট্রাম্প।—ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্প।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:৫৮
Share
Save

হোয়াইট হাউসে অতিথিদের সামনে যৌনগন্ধী মন্তব্য। ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী-আমলা এবং অতিথিদের হোয়াইট হাউস পরিদর্শন করাতে ভালবাসেন ট্রাম্প। কিন্তু যেই আসেন, তাঁকে নিয়ে ওভাল অফিসে হাজির হন। বিল ক্লিন্টনমনিকা লিউইনস্কি-র যৌন সম্পর্কের স্মৃতি উস্কে দেন।

সম্প্রতি হোয়াইট হাউসে নিজের অভিজ্ঞতা নিয়ে ‘টিম অফ ভাইপার্স: মাই ফাইভ হানড্রেড ডেজ ইন দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বই লিখেছেন মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন প্রশাসনিক সহযোগী ক্লিফ সিমস। নিজের বইয়ে ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছেন তিনি। তাঁকে উদ্ধৃত করে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

তা থেকে জানা গিয়েছে, ক্ষমতায় আসার পরই হোয়াইট হাউসের ভোল পাল্টে দেন ট্রাম্প। যে ওভাল অফিসে বসে এতদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তাঁর পূর্বসূরিরা, বদল ঘটান সেখানেও। মার্কিন সেনেটর, বন্ধুবান্ধব এবং অতিথিদের কাছে সেই নিয়ে বড়াইও করেন তিনি। তবে হোয়াইট হাউসে পা রাখলে যেচে সকলকে ওভাল অফিসে নিয়ে যান তিনি। প্রশাসনিক কাজকর্ম বোঝাতে নয়, বরং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তাঁর আমলে হোয়াইট হাউসে প্রশিক্ষণ নিতে আসা মনিকা লিউইনস্কির যৌন সম্পর্কের স্মৃতি উস্কে দিতে।

আরও পড়ুন: অসুস্থ বাবাকে নিয়ে রাতভর দৌড় সাব-ইনস্পেক্টরের, সরকারি বিমা শুনেই মুখ ফেরাল ৪ হাসপাতাল​

আরও পড়ুন: গতকাল ‘রাজনৈতিক তোপ’, আজ গোয়ায় অসুস্থ পর্রীকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাহুলের​

ক্লিফ সিমস জানিয়েছেন, ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের সঞ্চালিকা হোয়াইট হাউসে পা রেখেছিলেন। তাঁকে নিয়ে সটান ওভাল অফিসে হাজির হন ট্রাম্প। নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে বলেন, এখানেই বিল এবং মনিকা যৌন সম্পর্কে লিপ্ত হন। সেই শুরু। তার পর থেকে এটা অভ্যাসে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। বিল ও মনিকার ব্যবহৃত সব আসবাব ও জিনিসপত্র পাল্টে ফেলেছেন, এমনটাও বলতে শোনা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, প্রায় সাড়ে ছ’ফুট উচ্চতার আব্রাহাম লিঙ্কন ছোট্ট বিছানায় কীভাবে শুতেন, সেই নিয়ে ট্রাম্প মস্করাও করেন বলে অভিযোগ সিমসের।

প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিকের এমন অভিযোগে ট্রাম্পকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়ে গিয়েছে মার্কিন রাজনৈতিক মহলে। পূর্বসূরির ব্যক্তিগত কেচ্ছা এ ভাবে উস্কে দেওয়ায় তাঁর সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

হোয়াইট হাউসে প্রশিক্ষণ নিতে এসে বিল ক্লিন্টনের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল বলে ঢের আগেই স্বীকার করেছেন মনিকা লিউইনস্কি। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওভাল অফিসের মধ্যে ন’বার মিলিত হয়েছিলেন বলে জানান তিনি।

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

Donald Trump Bill Clinton Monica Lewinsky clinton lewinsky scandal US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy