Advertisement
E-Paper

দেশের ভাল হলে ট্রাম্প চুক্তি মানবেন

ফের প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে সুর চড়াল আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, আমেরিকার জন্য এটা মোটেই ‘ভাল চুক্তি’ নয়। মার্কিন অর্থনীতির উন্নতি হয় এবং দেশে কর্মসংস্থান তৈরি হয়, তবেই আমেরিকা এই আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে। বৃহস্পতিবার প্রেসিডেন্টের এই মনোভাবের কথা জানিয়েছেন প্রশাসনের এক কর্তা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০২:৪১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

ফের প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে সুর চড়াল আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, আমেরিকার জন্য এটা মোটেই ‘ভাল চুক্তি’ নয়। মার্কিন অর্থনীতির উন্নতি হয় এবং দেশে কর্মসংস্থান তৈরি হয়, তবেই আমেরিকা এই আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে। বৃহস্পতিবার প্রেসিডেন্টের এই মনোভাবের কথা জানিয়েছেন প্রশাসনের এক কর্তা।

২০১৬ সালে নির্বাচনী প্রচারেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন ট্রাম্প। চলতি মাসেই তিনি ওই চুক্তি ঠিক ভাবে মেনে না চলার দায় চাপিয়েছিলেন ভারত, চিন এবং রাশিয়ার উপর। জানিয়েছিলেন, আমেরিকা আর এই প্যারিস জলবায়ু চুক্তির শরিক থাকবে কি না, তা ভেবে দেখা হবে শীঘ্রই।

কয়েক দিনের মধ্যেই পশ্চিম এশিয়া ও ইউরোপ সফরে বেরোচ্ছেন ট্রাম্প। তার আগেই বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের ওই কর্তা বলেন, ‘‘আমি নিশ্চিত প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে বিভিন্ন রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলবেন।’’ ২০১৫ সালে প্যারিসে প্রায় ২০০টি দেশ এই জলবায়ু চুক্তি স্বাক্ষর করে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির গড় হার দুই ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখতে একমত হয় চুক্তি স্বাক্ষরকারী দেশগুলি। এই কারণে এই চুক্তির শর্ত ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং গ্রিন হাউস গ্যাস ও কার্বন নির্গমনের হার কমানো।

Donald Trump US President Paris agreement on climate change
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy