রাষ্ট্রপুঞ্জ সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজ়ার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, প্যালেস্টাইনি ভূখণ্ডের তিনটি অঞ্চলে দৈনিক ১০ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করে ইজ়রায়েল যতটুকু আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে, তা মোটেই পর্যাপ্ত নয়। কিন্তু তার পরেই ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করলেন, গাজ়ায় কোনও প্যালেস্টাইনি নাগরিক অনাহারে নেই!
নেতানিয়াহু সোমবার রাতে বলেন, ‘‘গাজ়াবাসীকে অনাহারে রাখার কোনও অভিপ্রায় আমাদের নেই। গাজ়ায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলাকালীন আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি। না হলে গাজ়ায় এখন কোনও মানুষই থাকত না।’’ কিন্তু ইজ়রায়েলি প্রধানমন্ত্রীর ওই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘গাজ়ায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুরা ক্ষুধার্ত। গাজ়ার নাগরিকদের যে ছবিগুলি সামনে আসছে, তা খুবই উদ্বেগের।’’
আরও পড়ুন:
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, যুদ্ধবিধ্বস্ত এক-তৃতীয়াংশ বাসিন্দা দীর্ঘদিন ধরে অভুক্ত। ৪ লক্ষ ৭০ হাজার মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। সোমবার ইজ়রায়েল-প্যালেস্টাইন বিষয়ক বিশেষ আলোচনাসভায় বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজ়ায় ত্রাণবণ্টনের কাজে যুক্ত ‘গাজ়া হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) সোমবার জানিয়েছে, মাত্র তিনটি স্থানে মাত্র ১০ ঘণ্টার জন্য হামলা মুলতুবি রাখায় পর্যাপ্ত ত্রাণ বণ্টন সম্ভব হচ্ছে না।
সোমবার থেকে রাষ্ট্রপুঞ্জে ইজ়রায়েল-প্যালেস্টাইন নিয়ে দু’দিনের সম্মেলন শুরু হয়েছে। সেখানেই আলোচনায় উঠে এসেছে গাজ়ায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ। ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে সোমবার যোগ দিয়েছেন বিশ্বের ১১৫টি দেশের প্রতিনিধিরা। তেল আভিভের হুঁশিয়ারি অগ্রাহ্য করে ফ্রান্স ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিক ভাবে প্যালেস্টাইনকে ‘সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে মর্যাদা দেবে।
গাজ়ায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে নেতানিয়াহুর সরকার রবিবার জানিয়েছিল, তারা গাজ়া ভূখণ্ডের তিনটি এলাকা— গাজ়া সিটি, দের আল-বালা এবং মুয়াসিতে প্রতিদিন ১০ ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখবে। ওই সময়ে ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়া হবে জনবহুল অঞ্চলগুলিতে। এর পরে নিয়ন্ত্রিত ভাবে সড়ক এবং আকাশপথে (প্যারাস্যুটের সাহায্যে) ত্রাণ বণ্টন হলেও তা ‘বিন্দুতে সিন্ধু’ বলেছে রাষ্ট্রপুঞ্জ। এই আবহে নেতানিয়াহুর দাবি খারিজ করে রাষ্ট্রপুঞ্জের অভিযোগকেই সমর্থন করলেন ট্রাম্প।