গাজ়ার একমাত্র ক্যাথলিক গির্জায় হামলার ঘটনার এ বার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে ট্রাম্প গির্জায় হামলা নিয়ে অসন্তোষ জানিয়েছেন।
গির্জাটির উপরে চলা হামলার নিন্দার পাশাপাশি সিরিয়ার রাজধানী দামাস্কাসে চলা ইজ়রায়েলি হামলা নিয়েও সরব হয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। গত সপ্তাহে দামাস্কাসের সরকারি ভবনগুলির সঙ্গে বেশ কয়েকটি জায়গায় হামলা চলে। এর ফলে সেখানে এক আমেরিকান নাগরিক নিহত হন। জখম হন তাঁর পরিবারের সদস্য-সহ অনেকেই।
এরই মধ্যে অবশ্য গণহত্যা অব্যাহত গাজ়া ভূখণ্ডে। গত কাল হামলা চলেছিল মধ্য গাজ়ার দের আল-বালায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র কর্মীদের বাসভবনে। হামলার জেরে ধ্বংস হয়ে গিয়েছে হু-র মূল গুদামটিও। ইজ়রায়েল যদিও জানিয়েছে, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে আটক করেছে তারা। তবে হু-র দাবি, তল্লাশি অভিযান চলাকালীন তাদেরই এক কর্মীকে আটক করেছে ইজ়রায়েলি সেনা। দুর্ব্যবহার করেছে ওই বাসভবনে থাকা বাকি কর্মীদের সঙ্গে। এই ঘটনার নিন্দা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, আটক হওয়া কর্মীকে দ্রুত ছেড়ে দিতে হবে ইজ়রায়েলকে।
তবে শুধু তল্লাশি অভিযান নয়। ইজ়রায়েলি সেনার হামলায় প্রতিনিয়ত নিহত হচ্ছেন অসংখ্য প্যালেস্টাইনি। আজ ভোর থেকে চলা ইজ়রায়েলি বাহিনীর হামলায় ৬৩ জন গাজ়াবাসী নিহত হয়েছেন। নানা জায়গায় ত্রাণ নিতে গিয়েও বহু মানুষ হামলার শিকার হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। দিন দিন বাড়ছে খাদ্য, পানীয় জল, জ্বালানির সঙ্কট। যার জেরে বন্ধ করে দিতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রগুলি। অনাহার, অপুষ্টিতেও মৃত্যু হচ্ছে বহু গাজ়াবাসীর।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি অপুষ্টিজনিত রোগে চার শিশু-সহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে গাজ়ায়। আগামী দিনে এই সংখ্যা ক্রমশ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন গাজ়াবাসী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)