গত নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত তিন বছর ধরে যে যুদ্ধ চলছে, তা ২৪ ঘণ্টায় বন্ধ করে দেবেন তিনি। বলেছিলেন, ‘‘দু’টি ফোন করলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে।’’ কিন্তু এর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে একাধিক বার কথা বলেও যুদ্ধ থামাতে পারেননি তিনি।
এই আবহে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, সোমবার আবার পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন ট্রাম্প। প্রসঙ্গত, গত শুক্রবার ইস্তানবুলের রয়্যাল প্যালেসে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথম বার মুখোমুখি আলোচনা করেছিল রাশিয়া-ইউক্রেনে। কিন্তু যুদ্ধে ১১৭৭তম দিনে দু’পক্ষের প্রথম মুখোমুখি বৈঠক ফলপ্রসূ হয়নি।
আরও পড়ুন:
এর আগে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ট্রাম্প তাঁর নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি হতে পারে। ট্রাম্পের ওই বার্তার আগে ২৪ মার্চ থেকে তিন দফায় সৌদি আরবের রাজধানী রিয়াধে দু’দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথক ভাবে এবং ত্রিপাক্ষিক ভাবে আলোচনা করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্য দিকে, ব্রিটেনের তরফে সোমবার জানানো হয়েছে, ফ্রান্স, জার্মানি এবং ইটালি এবং তারা যৌথ ভাবে ‘বিনা শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব’ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে। তার আগে জ়েলেনস্কি রবিবার রোমে মার্কিন এবং ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।