Advertisement
০৩ মে ২০২৪
International news

রবারের হাঁস চুরির শাস্তি জেল, সঙ্গে বিপুল জরিমানা!

গত ২৩ জুন মার্ক দক্ষিণ নেদারল্যান্ডসের গৌডা এলাকার এক ক্যাফেতে গিয়েছিলেন। ক্যাফেতে খাওয়া-দাওয়ার ফাঁকে তাঁর চোখ আটকে গিয়েছিল সেখানে সাজানো একটি সুদৃশ্য হলুদ রঙের হাঁসের দিকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গৌডা, নেদারল্যান্ডস শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৫
Share: Save:

আচ্ছা বলুন তো, একটা হাঁস চুরির কী শাস্তি হতে পারে? ভাবছেন কী শাস্তি হবে! যদি বলি, হাঁসটা আসল নয়, রবারের! এ বার একেবারে না ভেবেই বলতে পারবেন নিশ্চয়ই, না এর আর কী বা শাস্তি হতে পারে? ধরা পড়লে বড়জোড় মান-সম্মান যাবে, আর কী! না, মোটেই নয়। রবারের হাঁস চুরির শাস্তি একেবারে জেল। সঙ্গে বেশ বড় অঙ্কের জরিমানা। ঠাট্টা করছি না। এমনটাই হয়েছে নেদারল্যান্ডসের বাসিন্দা মার্ক রবেন নামের এক বছর পঁয়তাল্লিশের ব্যক্তির সঙ্গে।

গত ২৩ জুন মার্ক দক্ষিণ নেদারল্যান্ডসের গৌডা এলাকার এক ক্যাফেতে গিয়েছিলেন। ক্যাফেতে খাওয়া-দাওয়ার ফাঁকে তাঁর চোখ আটকে গিয়েছিল সেখানে সাজানো একটি সুদৃশ্য হলুদ রঙের হাঁসের দিকে। রবারের হাঁসটি এতটাই ভাল লেগেছিল তাঁর যে নিজেকে সামলাতে পারেননি তিনি। ক্যাফে ছাড়ার আগে প্রায় তিন ফুটের হাঁসটি ওভার কোটের মধ্যে ভরে নেন মার্ক। এর দিন কয়েকের মধ্যে সেই হাঁসটি নষ্ট করে দেন মার্কের এক আত্মীয়। রাস্তায় চুরি যাওয়া হাঁসটি খুঁজে পান ক্যাফের এক কর্মী। হাঁস চুরির অভিযোগ আগেই জানানো ছিল, এ বার সেটি হাতে পেয়ে তদন্তে গতি আসে পুলিশের। তদন্তের সূত্র ধরে মার্কের হদিশ পায় পুলিশ। হাঁস চুরির ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। গত বুধবার দক্ষিণ নেদারল্যান্ডসের একটি আদালত মার্ককে আট সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সঙ্গে ৭৪০ ইউরো জরিমানা। ওই জরিমানার অর্থ মার্ককে ক্যাফের মালিককে দিতে হবে।

আরও পড়ুন: ১১ জনকে বিয়ে করে প্রচুর টাকা নিয়ে চম্পট এই তরুণী

কেন রবারের হাঁস চুরির শাস্তি দু’ মাসের জেল, জরিমানা? বিচারকের ব্যাখ্যা, নেদারল্যান্ডসের দক্ষিণ প্রান্তের ওই শহরে অপরাধের সংখ্যা সামান্যই। অপরাধীর অভাবে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রচুর জেল। এই পরিস্থিতিতে মার্কের এই কুকীর্তি অন্যদের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আট সপ্তাহ হাজতবাসের সময়ের পুরোটাই মার্কের কাউন্সেলিং চলবে। মার্ক ক্লেপটোম্যানিয়াক হলে চিকিত্সা চলবে তারও। ২০ ইউরোর রবারের হাঁস চুরির শাস্তি যে এই পর্যায়ের হতে পারে তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি মার্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE