Advertisement
২১ মে ২০২৪
International News

আতঙ্ক জাগিয়ে ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প

ভূকম্পের উৎস-স্থল (এপিসেন্টার) ছিল বাশার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অল্প দূরে বোরাঝানে।

ইরানের বাশার পরমাণু বিদ্যুৎকেন্দ্র।

ইরানের বাশার পরমাণু বিদ্যুৎকেন্দ্র।

সংবাদ সংস্থা
তেহরান শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ১১:২৯
Share: Save:

অশান্ত ইরান বুধবার সকালে থরথর করে কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৯।

ভূকম্পের উৎস-স্থল (এপিসেন্টার) ছিল বাশার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অল্প দূরে বোরাঝানে। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই ভূমিকম্প হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।

মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণের রিপোর্ট জানাচ্ছে, ভূমিকম্পটি হয়েছে বোরাঝান শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মাটির ১০ কিলোমিটার নীচে।

বাশার থেকে বোরাঝানের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। অনেকের সন্দেহ, লাগোয়া ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর উপর ইরানের ক্ষেপণাস্ত্র হানাদারির অভিঘাতেই এই ঘটনা ঘটেছে। তবে মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণের বক্তব্য, মাটির যে গভীরতায় ওই ভূকম্পনে উৎপন্ন হয়েছে, তা প্রাকৃতিক ভূমিকম্প্ না হলে সম্ভব নয়। একই মাত্রার এবং একই গভীরতায় ভূকম্পন গত ডিসেম্বরেও হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE