নিশঃব্দে বন্ধ হয়ে গেল আমেরিকার ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডজ)। ফেডেরাল সংস্থাগুলির ‘অপ্রয়োজনীয় খরচ’ কমাতে চলতি বছরের জানুয়ারিতে ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে শুরু হয়েছিল ওই দফতর। তবে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই বন্ধ করে দেওয়া হল সেই দফতরটিকে।
আমেরিকার ‘অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট’-এর ডিরেক্টর স্কট কুপর সংবাদ সংস্থা রটার্সকে জানিয়েছেন, ‘ডজ’-এর আর কোনও অস্তিত্ব নেই। তবে কী কারণে মেয়াদ ফুরনোর আগেই বন্ধ করে দিতে হল দফতরটিকে, তা নিয়ে খোলসা করে কিছু জানাননি তিনি।
বস্তুত, দফতরটি তৈরি হওয়ার সময়ে অসংখ্য কর্মীকে নিয়োগ করা হয়। সরকারি কার্যকলাপে ব্যবহার করা হলেও ‘সরকারি’ দফতর হিসেবে প্রতিষ্ঠা করা হয়নি দফতরটিকে। মূলত ‘ডজ’-এর কাজ ছিল ‘গুরুত্ব অনুযায়ী’ বিভিন্ন ফেডেরাল সংস্থার জন্য অর্থ বরাদ্দ করা কিংবা তা কমানো। তবে বেশ কিছু মাস কেটে গেলেও ‘ডজ’-এর কর্তাদের তরফে বিশেষ কোনও কাজের কথা প্রকাশ্যে আসেনি। অনেকেই কটাক্ষ করে বলেছিলেন, আদতে বিশেষ কোনও কাজে ব্যবহার করা যাচ্ছিল না ‘ডজ’কে। এরই মধ্যে শুরু হয় ছাঁটাই। ‘খরচ কমাতে’ ওই সংস্থা শুরুর প্রথম মাসেই বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)