Advertisement
E-Paper

আমেরিকাকে রুখতে রাশিয়ার কাছেও যথেষ্ট সংখ্যক পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রয়েছে! ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা মস্কো

শুক্রবার প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উস্কানিমূলক’ মন্তব্যের ‘জবাব’ দেন ট্রাম্প। সেই জবাবের সূত্রেই ‘যথাযথ জায়গায়’ দু’টি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েন করার নির্দেশ দেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১০:১৬
(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

জলপথে আমেরিকার দু’টি রণতরীকে রুখতে যথেষ্ট সংখ্যক পরমাণু অস্ত্রবাহী ডুবোডাহাজ রয়েছে রাশিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানাল মস্কো। তবে রাশিয়ার সরকারি কোনও মুখপাত্র নন, এই বিষয়ে মুখ খুলেছেন সে দেশের পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোডোলাটস্কি। শুক্রবার রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘তাস’-কে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মহাসাগরে আমেরিকার তুলনায় যথেষ্ট সংখ্যক বেশি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রয়েছে রাশিয়ার।”

শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের ‘উস্কানিমূলক’ মন্তব্যের ‘জবাব’ দেন ট্রাম্প। সেই জবাবের সূত্রেই ‘যথাযথ জায়গায়’ দু’টি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েন করার নির্দেশ দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা রুশ আইনসভার ওই সদস্য বলেন, “উনি যথাযথ জায়গা বলতে যে দিকে ইঙ্গিত করেছেন, সেটা বহু বছর ধরেই আমেরিকার নিয়ন্ত্রণাধীন। তাই মস্কোর তরফে ওঁর মন্তব্য নিয়ে কিছু বলা হয়নি।” অন্য দিকে, রাশিয়ার আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত পত্রিকা ‘গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যাগাজ়িন’-এর সম্পাদক ফিওডর লুকিয়ানভ জানিয়েছেন, ট্রাম্পের হুঁশিয়ারিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাঁর ব্যাখ্যা, ‘‘ট্রাম্প আবেগতাড়িত হয়ে ওই কথা বলে ফেলেছেন। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য শুনে আমেরিকার সামরিক আধিকারিকেরাও চমৎকৃত হবেন বলে খোঁচা দিয়েছেন তিনি।”

আমেরিকার তুলনায় রণতরীর সংখ্যায় রাশিয়া এগিয়ে, এ কথা জানিয়েও রুশ আইনসভার সদস্য দুই দেশের বোঝাপড়ার কথাই বলেছেন। তাঁর কথায়, “রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা মৌলিক বোঝাপড়া হওয়া দরকার। তা হলে গোটা বিশ্ব শান্তিতে থাকবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া নিয়ে গুঞ্জন বন্ধ হবে।”

প্রসঙ্গত, ‘শুল্ক যুদ্ধ’ নিয়ে বেশ কয়েক দিন ধরেই বাগ্‌যুদ্ধ চলছে ট্রাম্প এবং প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রির মধ্যে। সম্প্রতি ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী বোঝাপড়া করছে, তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধঃপতনে নিয়ে যেতে পারে।” ওই পোস্টেই ট্রাম্প নিশানা করেন দিমিত্রিকে। কয়েক দিন আগেই তিনি আমেরিকার উদ্দেশে তোপ দেগে দাবি করেছিলেন, রাশিয়ার সঙ্গে ওয়াশিংটন যে ‘খেলা’ খেলছে, তাতে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। তার পরেই দিমিত্রিকে নিশানা করেন ট্রাম্প। তাঁকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলেও কটাক্ষ করেন। এর পরেই দিমিত্রি বলেন, “যাঁদের মৃত বলছেন তাঁদের থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না।”

Russia US Nuclear Submarine NUKES submarine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy