Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রুশ উপকূলে ৩ দিনেও নেভেনি আগুন

আজ নিখোঁজ ১০ জনের জন্য তল্লাশি চালানো হয়েছে। তিন দিন হতে চললেও দুই জাহাজেই এখনও আগুন জ্বলছে।

—ছবি পিটিআই।

—ছবি পিটিআই।

সংবাদ সংস্থা 
মস্কো শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৩:৫৬
Share: Save:

সব রকম চেষ্টা সত্ত্বেও আগুন নেভানো যায়নি বুধবার। রাশিয়া থেকে ক্রাইমিয়াকে পৃথক করেছে যে কার্চ প্রণালী, কৃষ্ণ সাগরের সেই অংশে সোমবার তানজ়ানিয়ার পতাকাবাহী একটি জাহাজ অন্য আর একটি জাহাজ থেকে জ্বালানি নিচ্ছিল। হঠাৎ সেই সময়ে জ্বালানি থেকে বিস্ফোরণে আগুন ধরে যায়। তরল প্রাকৃতিক গ্যাস ও ট্যাঙ্কারবাহী দুই জাহাজে ভারতীয় নাবিকেরা ছাড়াও ছিলেন তুরস্ক ও লিবিয়ার নাগরিক। ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে গত কাল।

আজ নিখোঁজ ১০ জনের জন্য তল্লাশি চালানো হয়েছে। তিন দিন হতে চললেও দুই জাহাজেই এখনও আগুন জ্বলছে। উদ্ধারকারীদের দাবি, যে সব অংশ আগুনের কবলে পড়েছিল, সেগুলো নিয়ন্ত্রণ করা গেলেও ক্রমাগত তরল গ্যাস বাইরে আসায় আগুন নেভানো যাচ্ছে না। মৃত বা নিখোঁজদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা সম্ভব হয়নি। তবে তুরস্কের দাবি, মৃতদের মধ্যে তাঁদের চার নাগরিক রয়েছেন। ভারতীয় নাবিকদের মধ্যে বেশির ভাগই সুরক্ষিত বলে জানা গিয়েছে। উদ্ধারের পরে নাবিকদের

চিকিৎসা চলছে কার্চ সিটি হাসপাতালে। তাঁরা আপাতত বিপন্মুক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Russia Ship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE