বিমানে ওঠার পরই ঘুম ঘুম ভাব এসেছিল মহিলার। বেজিং থেকে মেলবোর্ন, একটা লম্বা সফর। সঙ্গী হিসাবে কানে গুঁজে নিয়েছিলেন ব্যাটারিচালিত হেডফোন। বিমান তখন মাঝ আকাশে। হঠাত্ই ছোট বিস্ফোরণের আওয়াজ। সকলেই চমকে উঠেছিলেন। কী হয়েছে দেখতে গিয়ে দেখা যায়, বিমানের মেঝেতে তখন দাউ দাউ করে জ্বলছে একটি হেডফোন। আর যাঁর এই হেডফোন, সেই মহিলাযাত্রীর মুখের এক পাশ পুড়ে কালো হয়ে গিয়েছে!
গত ১৯ ফেব্রুয়ারির ঘটনা। ঘটনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো-র তদন্তকারীদের কাছে ওই মহিলা জানান, হঠাত্ই তিনি গাল এবং ঘাড়ের কাছে জ্বলুনি অনুভব করেন। হেডফোন থেকেই এমন কিছু হয়েছে বোঝামাত্রই সেটা বিমানের মেঝেতে ফেলে দেন। দেখেন হেডফোন থেকে আগুন বেরোচ্ছে। বিষয়টি আস্তে আস্তে স্পষ্ট হয়। ওই বিমান সংস্থার আধিকারিকদের দাবি, ব্যাটারিচালিত ডিভাইস নিয়ে যাতে বিমানে না ওঠা হয় সে জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছিল।কিন্তু তার পরেও এমন ঘটনা কী ভাবে ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও খবর
কট্টরপন্থীদের ফতোয়া উপেক্ষা করেই সঙ্গীত সফর অসমিয়া গায়িকার
গত বছরে বেশ কিছু বিমান সংস্থা গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন বিমানে নিষিদ্ধ করেছিল। আর তা এই স্মার্টফোনের হঠাত্ হঠাত্ বিস্ফোরণের কারণেই। নিরাপত্তার স্বার্থেই ওই স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছিল বলে জানা গিয়েছে।