Advertisement
০৫ মে ২০২৪
International News

ফের বাবা হতে চলেছেন মার্ক জুকেরবার্গ

দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ। ফেসবুকের মাধ্যমেই সুখবরটা সকলকে জানালেন তিনি। বৃহস্পতিবার ফেসবুকে জুকেরবার্গ লেখেন, তিনি ও তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যান আরও একটি সন্তান এক্সপেক্ট করছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ১৭:২৯
Share: Save:

দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ। ফেসবুকের মাধ্যমেই সুখবরটা সকলকে জানালেন তিনি।

বৃহস্পতিবার ফেসবুকে জুকেরবার্গ লেখেন, তিনি ও তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যান আরও একটি সন্তান এক্সপেক্ট করছেন। শুধু তাই নয়, আরও এক ‘বেবি গার্ল’-ই যে আসছে, সে বিষয়েও সকলকে জানান তিনি।

২০১৫-র ৩০ নভেম্বর জুকেরবার্গ দম্পতির প্রথম কন্যাসন্তান ম্যাক্সের জন্ম হয়। ম্যাক্সের এখন বয়স ১৫ মাস। তবে বিষয়টা খুব একটা সহজ ছিল না বলেই মনে করছেন মার্ক। ফেসবুকের দেওয়ালে তিনি জানিয়েছেন, ম্যাক্স হওয়ার আগে তিনবার মিসক্যারেজ হয়েছিল প্রিসসিলার। এমনকী ম্যাক্স গর্ভে থাকাকালীনও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাঁরা ভাবতেও পারেননি ম্যাক্সের পর আরও একটি সন্তানের জন্ম দিতে পারবেন প্রিসসিলা। তাই প্রিসসিলা দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পর মা ও সন্তান যাতে ভাল থাকে এটাই ছিল প্রধান ভাবনার বিষয়। তবে এটা সম্ভব হয়েছে।

গর্বিত বাবা-মা

জুকেরবার্গের মতে, ‘‘দুই বোন থাকা খুবই ভাল বিষয়। আমি ও আমার স্ত্রী দু’জনেই বোনেদের সহচর্যে বড় হয়ে উঠেছি। আমি চেয়েছিলাম আমাদের আরও একটা মেয়ে হোক।’’

তিন বোনের সঙ্গে মার্ক

শুধু পোস্ট করাই নয়, নিজের ও স্ত্রী প্রিসসিলার বোনেদের সঙ্গে ছোটবেলার ছবিও শেয়ার করেছেন জুকেরবার্গ। তাঁর মতে, বোনরা শুধুই বোন নয়, তাঁরা প্রিয় বন্ধুও হয়।

আরও পড়ুন: ডায়ালিসিস চলাকালীন পাওয়ার কাট, মারা গেলেন তিন জন

বোনদের সঙ্গে প্রিসসিলা

তাঁর তিন দিদিই তাঁকে শিখিয়েছিল, কীভাবে জীবনের কঠিন সময়ে শক্ত থাকতে হয়, কীভাবে দিনের শেষে হাসতে হয়। ফেসবুক পোস্টে তাঁর জীবনের নারীদের সম্মান জানিয়ে জুকেরবার্গ লেখেন, ‘‘আমরা সবাই এত ভাল আছি কারণ আমাদের চারপাশে আমাদের বোন, মা, বান্ধবী, স্ত্রী’র মতো নারীরা ছড়িয়ে রয়েছেন। আমাদের দ্বিতীয় মেয়েকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওকেও একজন স্বাধীনচেতা নারী হিসাবে মানুষ করতে চাই।’’

(ছবি: ফেসবুকের সৌজন্যে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE