Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Notre Dame

খোঁজ মিলল নোত্র দামের সামনে খেলা করা সেই বাবা-মেয়ের

আগুনে ওই গির্জার একাংশ সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে গিয়েছে। তবে গত সোমবার নোত্র দামে আগুন লাগার আগে সেখানকার একটি ছবি তুলেছিলেন উইন্ডসর ব্রুকি নামের একজন ফটোগ্রাফার।

বাবা-মেয়ের পরিচয় অবশেষে জানতে পারলেন নেটিজেনরা। ছবি: টুইটার।

বাবা-মেয়ের পরিচয় অবশেষে জানতে পারলেন নেটিজেনরা। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা  
প্যারিস শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১৯:২৫
Share: Save:

বিধ্বংসী আগুনে পুড়ে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে আটশো বছরের পুরনো প্যারিসের ঐতিহাসিক নোত্র দাম গির্জা।

আগুনে ওই গির্জার একাংশ সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে গিয়েছে। তবে গত সোমবার নোত্র দামে আগুন লাগার আগে সেখানকার একটি ছবি তুলেছিলেন উইন্ডসর ব্রুকি নামের একজন ফটোগ্রাফার। সেই ছবিতে দেখা গিয়েছিল নোত্র দাম গির্জার সামনে খেলা করছেন বাবা ও মেয়ে। ছবিটি ভাইরাল হওয়ার পর, অবশেষে ওই বাবা-মেয়ের পরিচয় জানতে সমর্থ হলেন নেটিজেনরা।

উইন্ডসর ব্রুকির তোলা সেই ছবি ছিল আগুন লাগার আগে নোত্র দামের ছবি। তাই আগুনে ভস্মীভূত হওয়ার আগে তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ছবিটি ভাইরাল হওয়ার পরই ওই বাবা-মেয়ের পরিচয় জানতে আগ্রহী হয়ে পড়ে নেটিজেনরা।

আরও পড়ুন: নিখোঁজের পিছনে ব্যক্তিগত কারণ? নদিয়ার নির্বাচনী নোডাল অফিসার রহস্যে নয়া সূত্র পেল পুলিশ

আরও পড়ুন: মোদীর মতো ভুয়ো নন, পিছড়ে বর্গের আসল নেতা মুলায়ম, ঐতিহাসিক সভায় সার্টিফিকেট মায়ার

ব্রুকির তোলা সেই ছবি প্রায় দুই লক্ষেরও বেশি বার রিটুইট হয়। যার জেরে নোত্র দামের পাশাপাশি ওই বাবা-মেয়ের ছবিও ছড়িয়ে পড়ে। অবশেষে সেই বাবা-মেয়েকে চিহ্নিত করতে পেরেছেন ব্রুকি। বাবা-মেয়েকে চিহ্নিত করতে পারার কথা সম্প্রতি টুইট করে নিজেই জানিয়েছেন ব্রুকি। ওই পরিবার তাদের পরিচয় প্রকাশ্যে আনতে অনিচ্ছুক হলেও ধন্যবাদ জানিয়েছেন আলোকচিত্রীকে।

আর বাবা-মায়ের খোঁজ পাওয়ার পর নেটিজেনরা বলেছেন এ সব টুইটারের জন্যই সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Notre Dame Paris Daughter Father
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE