Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নাইটক্লাবে আগুন, মৃত ২৭, আহত ১৮০

নাইটক্লাবে আগুন লেগে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মৃত্যু হল অন্তত ২৭ জনের। আহত আরও ১৮০ জন। শুক্রবার রাতে এই দুর্ঘটনার সময়ে নাইটক্লাবে উপস্থিত ছিলেন ৩০০-৪০০ জন। আহতদের শহরের ১০টি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ০৮:৪৩
Share: Save:

নাইটক্লাবে আগুন লেগে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মৃত্যু হল অন্তত ২৭ জনের। আহত আরও ১৮০ জন। শুক্রবার রাতে এই দুর্ঘটনার সময়ে নাইটক্লাবে উপস্থিত ছিলেন ৩০০-৪০০ জন। আহতদের শহরের ১০টি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক।

প্রতক্ষ্যদর্শীদের মতে, স্টেজের কাছে একটি পাইরোটেকনিক ডিসপ্লেতে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে নাইটক্লাবের বেশির ভাগ অংশে। অন্য এক জনের দাবি, একটি পিলারে আগুন লাগতেই ভয়াবহ বিস্ফোরণ হয়। দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যে দমকল পৌঁছলেও আগুনে পুড়ে এবং পদপিষ্ট হয়ে তত ক্ষণে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের।

আহতদের শহরের দশটি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে চিকিত্সক এবং নার্সদের। রোমানিয়ার অভ্যন্তরীণ মন্ত্রকের এক কর্তা বলেন, “পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আহতদের মধ্যে বেশির ভাগই পদপিষ্ট হয়েছেন।”

রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লস আইওহানিস বলেন, “দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। তদন্ত শুরু হয়েছে। নাইটক্লাবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সঠিক ছিল কি না তা খতিয়ে দেখা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE