Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Fire

ইদের মুখে ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন, ধোঁয়ায় অসুস্থ ২৩ দমকলকর্মী

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে ওই মার্কেটে। ভবনের তৃতীয় তলায় ছড়িয়ে পড়েছিল আগুন। ইদের মুখে অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। 

জ্বলছে নিউ সুপার মার্কেট।

জ্বলছে নিউ সুপার মার্কেট। ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১০:৩১
Share: Save:

বাংলাদেশের ঢাকার বাজারে আবার আগুন। শনিবার ভোরে ভয়াবহ আগুন লাগে ঢাকার নিউ সুপার মার্কেটে। আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে যায় দমকলের ২৮টি ইঞ্জিন। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। যৌথ ভাবে উদ্ধারকাজ করে দমকল, বিজিবি, পুলিশ,সেনা এবং বিমানবাহিনী। ধোঁয়ায় এখনও পর্যন্ত ২৩ জন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে ওই মার্কেটে। ভবনের তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। অগ্নিকাণ্ডের মধ্যেই মার্কেটের ভিতর ঢুকে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের সামগ্রী বার করেছেন ব্যবসায়ীরা। ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিজি মহম্মদ মইন উদ্দিন জানিয়েছেন, আগুন আপাতত এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও কিছুটা সময় লাগবে। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।

কিছু দিন আগে ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লেগেছিল। সে বার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রচুর দোকান। এর পর শনিবার আবার আগুন লাগল ঢাকার বাজারে। ক’দিন বাদেই রয়েছে ইদ। তার আগে একের পর এক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Bangladesh international news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE