রেহাই পেল না লাল বোতামও! কুর্সির মালিক বদল হতেই তা রাতারাতি উধাও।
প্রেসিডেন্টের টেবিলে রাখা জোড়া ল্যান্ডফোন সেটের ঠিক পাশে একটা লাল বোতাম বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সবে দু’দিন হোয়াইট হাউসে এসেই সেই বোতাম তুলে দিলেন জো বাইডেন। কাল এক সাংবাদিক টুইট করে খবরটা দিতেই তা নিমেষে ভাইরাল। কিসের বোতাম! ছবি-সহ টুইটে টম নিউটন ডান নামের ওই সাংবাদিকই জানালেন, ২০১৯-এ ট্রাম্পের সাক্ষাৎকার নিতে গিয়ে প্রথম ওই বোতাম দেখেন তাঁরা। কথার ফাঁকেই বোতাম টেপেন ট্রাম্প। আর মুহূর্তের মধ্যে রুপোলি পাত্রে চলে আসে নরম পানীয়— ডায়েট কোক। বাইডেন জমানায় আপাতত ইতি পড়ল সেই আতিথেয়তায়।
মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়তে তহবিল তৈরির সিদ্ধান্ত থেকে শুরু করে কয়েকটি মুসলিম রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা— ট্রাম্প জমানার এক গুচ্ছ নীতি প্রথম দিনই খারিজ করেছেন বাইডেন। সে দিক থেকে তাঁর বোতাম-উৎপাটন নেহাতই মামুলি বলে মনে করছেন অনেকে। আজ দিনভর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রঙ্গ-ব্যঙ্গও হয়েছে বিস্তর। যদিও বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দেশের ৪৬তম প্রেসিডেন্ট যে নিজের এবং জাতির স্বাস্থ্য নিয়ে প্রথম থেকেই কড়া হতে চাইছেন, এটা তারই প্রমাণ।