বুশরা বিবি এবং ইমরান খান। ফাইল চিত্র।
ইসলামাবাদ হাই কোর্ট, লাহোর হাই কোর্টের পরে এ বার ইসলামাবাদের সন্ত্রাসদমন আদালতও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের আবেদন মঞ্জুর করল। পাশাপাশি, ইসলামাবাদের একটি আদালতে মঞ্জুর হয়েছে দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরানের স্ত্রী বুশরা বিবির জামিনের আবেদনও। হিংসায় উস্কানি এবং হামলায় মদতের মোট ৮টি মামলায় আগামী ৮ জুন পর্যন্ত ইমরানকে জামিন দেওয়া হয়েছে। বুশরার জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত।
আল কাদির ট্রাস্ট আর্থিক দুর্নীতি মামলায় রেঞ্জার্স বাহিনীর হাতে গত ৯ মে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান। ইসলামাবাদ হাই কোর্ট চত্বরে তাঁর গ্রেফতারির পরেই সারা দেশ বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে। ইমরানের মুক্তির দাবিতে প্রতিবাদ-আন্দোলনে নামেন তাঁর দলের নেতা-কর্মী-সমর্থকেরা। ভাঙচুর, হাঙ্গামা, সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি হামলা হয় বিভিন্ন সেনাশিবির এমনকি, সেনাকর্তাদের আবাসনেও।
গ্রেফতার হওয়ার আগে ভিডিয়ো বার্তায় ইমরান সরাসরি হিংসায় উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ। গত ১১ মে পাক সুপ্রিম কোর্ট সরসারি আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলেছিল। দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে হিংসায় মদতের অভিযোগে দায়ের হয় বেশ কয়েকটি মামলা। প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে পাক প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পরে ইমরানের বিরুদ্ধে দেড়শোরও বেশি মামলা দায়ের হয়েছে পাকিস্তানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy