ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই তেহরানের সমালোচনা করল জি৭-এর সদস্য দেশগুলি (আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন)। এই বছর জি৭-এর সদস্য রাষ্ট্রগুলির বার্ষিক বৈঠক হচ্ছে কানাডায়। বৈঠকের পর সোমবার (ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার) সাত সদস্যের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতেই ইরানের সমালোচনা করে ইজ়রায়েলের পাশে দাঁড়ানোর কথা জানায় জি৭-এর সাত সদস্য।
বিবৃতিতে বলা হয়, “ইজ়রায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইজ়রায়েলের আত্মরক্ষার স্বার্থে আমরা তাদের সমর্থন করছি।” ওই বিবৃতিতে পশ্চিম এশিয়ায় অশান্তি ও অস্থিরতার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, “আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে, ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারে না।”
কয়েক দিন আগেই, ট্রাম্প জানিয়েছিলেন, পশ্চিম এশিয়াকে শান্ত করতে হলে ইরানকে পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না। একই কথা বলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। গত রবিবার ওমানে আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু বৈঠকে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ইরান জানিয়ে দেয়, সংঘাতের এই পরিস্থিতিতে আলোচনায় বসা যায় না।