গল্ফ টুর্নামেন্ট চলছে। গল্ফার ব্যস্ত নিজের পরবর্তী শট নেওয়ার জন্য। অনেকটা দূরে দাঁড়িয়ে খেলা দেখছিলেন জনা কয়েক দর্শক। তাঁদেরই মধ্যে একজন ক্যারি মুরিস একটা দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠলেন। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না মুরিস। গল্ফের শটের ছবি তোলার জন্য মোবাইল হাতে ধরাই ছিল। টুক করে একটা ছবি তুলে নিলেন তিনি। তার পরই চিত্কার করে ওঠেন গল্ফারদের সতর্ক করার জন্য। চিত্কার শুনে ঘুরে তাকাতেই গল্ফারদের চক্ষু চড়কগাছে! গল্ফ কোর্সে হেঁটে বেড়াচ্ছে দৈত্যাকার কুমির! গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তাঁদেরই দিকে! খেলা তখন মাথায় উঠেছে।