Advertisement
E-Paper

মহাকাশে পৌঁছল ইসরোর ‘জিস্যাট ২০’, উৎক্ষেপণে ইলন মাস্কের স্পেস এক্স

ইসরোর ‘জিস্যাট ২০’ কৃত্রিম উপগ্রহের ওজন ৪ হাজার ৭০০ কেজি। যা তুলনামূলক ভাবে অনেকটাই বেশি। ইলন মাস্কের ‘স্পেস এক্স’-এর সহযোগিতায় সোমবার মধ্যরাতে সেটি পাঠানো হয় মহাকাশে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৭:৫৬
ফ্লরিডার কেপ ক্যানাভেরালে তখন ‘স্পেস এক্স’-এর রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দেওয়ার অপেক্ষায়  ইসরোর ‘জিস্যাট ২০’।

ফ্লরিডার কেপ ক্যানাভেরালে তখন ‘স্পেস এক্স’-এর রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দেওয়ার অপেক্ষায় ইসরোর ‘জিস্যাট ২০’। ছবি: এক্স।

ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট২০’ আমেরিকার মাটি থেকে মহাকাশে সফল ভাবে উৎক্ষেপিত হল। ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’। মাস্কের সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। যাত্রাপথে সময় লেগেছে ৩৪ মিনিট। ৪ হাজার ৭০০ কেজি ওজনের ‘জিস্যাট২০’ হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি হয়েছে। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানাভেরাল থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। তিনি জানিয়েছেন, উৎক্ষপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথ প্রতিস্থাপিত হয়েছে।

দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করতে ১৪ বছর ধরে পরিষেবা দেবে ইসরোর তৈরি ‘জিস্যাট ২০’ কৃত্রিম উপগ্রহ। চলতি বছরের শুরুর দিকেই ইসরোর বাণিজ্যিক শাখা থেকে জানানো হয়েছিল মাস্কের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা। এর আগে ইসরো একক ভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। কিন্তু ‘জিস্যাট ২০’-র ওজন তুলনামূলক ভাবে অনেকটাই বেশি। সেই কারণে মাস্কের ‘স্পেস এক্স’-এর সহযোগিতায় এটিকে মহাকাশে পাঠানো হয়েছে। ইসরো এবং ‘স্পেস এক্স’-এর যৌথ উদ্যোগে এটিই প্রথম উৎক্ষেপণ।

সোমবার মধ্যরাতে কেপ ক্যানভেরালের স্পেস কমপ্লেক্স ৪০ থেকে উৎক্ষেপিত হয় ইসরোর এই কৃত্রিম উপগ্রহ। এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর (আমেরিকার সশস্ত্র বাহিনীর একটি অঙ্গ) অধীনে রয়েছে। স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণস্থলটি বর্তমানে ব্যবহার করে মাস্কের সংস্থা। ‘জিস্যাট ২০’ উৎক্ষেপণের সময়ে বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি ১৪ বছর সচল থাকবে। তার জন্য দেশের মাটিতে সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে।

ISRO Elon Musk SpaceX
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy