Advertisement
E-Paper

ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে না আমেরিকা

জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি) কর্মসূচির আওতায় বেশ কয়েকটি দেশের পণ্যকে আমেরিকার বাজারে ঢুকতে দেওয়ার জন্য সেগুলির উপর কোনও শুল্ক চাপানো হয় না। ফলে, সেই সব পণ্য অনেক কম দামে আমেরিকার বাজারে কিনতে পারেন ক্রেতারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১১:৪৮
ছবি- রয়টার্স।

ছবি- রয়টার্স।

বন্ধুত্ব বজায় রাখার জন্য ব্যবসায়িক স্বার্থকে জলাঞ্জলি দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ায় তিনি যে খুব খুশি, তা জানাতে দেরি করেননি ট্রাম্প। কিন্তু তাই বলে, মার্কিন মুলুকে যাওয়া ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকে আর পিছিয়ে আসবে না ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ দফতরের এক পদস্থ কর্তা বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন।

জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি) কর্মসূচির আওতায় বেশ কয়েকটি দেশের পণ্যকে আমেরিকার বাজারে ঢুকতে দেওয়ার জন্য সেগুলির উপর কোনও শুল্ক চাপানো হয় না। ফলে, সেই সব পণ্য অনেক কম দামে আমেরিকার বাজারে কিনতে পারেন ক্রেতারা। বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে এই কর্মসূচি মার্কিন মুলুকে বৃহত্তম ও প্রাচীনতম। এই কর্মসূচিতে ভারতীয় পণ্য সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিল ২০১৭ সালে। ওই বছর ৫৭০ কোটি মার্কিন ডলার মূল্যের ভারতীয় পণ্যাদি ঢুকেছিল মার্কিন বাজারে, যার উপর কোনও শুল্ক চাপানো হয়নি।

এত দিন গাড়ি তৈরির যন্ত্রাংশ ও বস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচা মাল-সহ দু’হাজার ভারতীয় পণ্য সেই সুবিধা পেত। কিন্তু গত ৪ মার্চ শেষাশেষি ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নেয়, ভারতীয় পণ্যগুলির উপর থেকে সেই সুবিধা তুলে নেওয়া হবে। কারণ, ভারতের বাজারে ঢোকা মার্কিন পণ্যগুলির উপর শুল্ক চাপানো হয় ভারতে। সিদ্ধান্ত কার্যকর করার জন্য দু’মাস সময় দেওয়া হয়। যে সময়সীমা শেষ হয়েছে গত ৩ মে।

আরও পড়ুন- উচ্ছ্বাস ট্রাম্পের টুইটে, শান্তির বার্তা ইমরানের​

আরও পড়ুন- ইস্তফা দিয়ে মুলারের দাবি, ট্রাম্প ‘নির্দোষ’​

অনেকের আশা ছিল, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দ্বিতীয় এনডিএ সরকার আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসায় হয়তো মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।

কিন্তু গত কাল মার্কিন বিদেশ দফতরের পদস্থ কর্তাটি বলেন, ‘‘সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর কোনও সম্ভাবনা নেই। ওটা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন দেখতে হবে আমরা (ভারত ও আমেরিকা) কী ভাবে এগতে চাইছি, কী ভাবে কাজ করতে পারছি দ্বিতীয় মোদী সরকারের সঙ্গে।’’

Donald Trump GSP trade programme India US জিএসপি বাণিজ্য কর্মসূচি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy