Advertisement
০৭ মে ২০২৪

এইচ-৪ ভিসা নিয়ে মামলা শুরু

২০১৫-য় এইচ-৪ ভিসা চালু করে ওবামা প্রশাসন। মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে ঘাটতি হতে পারে, এই অভিযোগ তুলে আদালতে যায় ‘সেভ জবস ইউএসএ’ নামে এক সংগঠন।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০২:০৮
Share: Save:

এইচ- ৪ ভিসায় নিষেধাজ্ঞা নিয়ে শুনানি শুরু হল মার্কিন আদালতে। এইচ-১বি ভিসায় আমেরিকায় আসা চাকুরিজীবীদের স্ত্রী বা স্বামীদের এইচ-ফোর ভিসা দেওয়া হয়। সে ক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা থাকলে মার্কিন মুলুকে কাজের সুযোগ পান তাঁরা। ২০১৫-য় এইচ-৪ ভিসা চালু করে ওবামা প্রশাসন। মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে ঘাটতি হতে পারে, এই অভিযোগ তুলে আদালতে যায় ‘সেভ জবস ইউএসএ’ নামে এক সংগঠন। সেই সময়ে তাদের মামলাটি খারিজ হয়ে যায় নিম্ন আদালতে।

ট্রাম্প ক্ষমতায় আসার পরে ফের এইচ-৪ ভিসায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে যায় ‘সেভ জবস ইউএসএ’। ট্রাম্প নিজেও এই ভিসা বাতিলের পক্ষে। এ বছরে ৩ বার তারা আদালতে জানায়, ভিসা নীতি বাতিল করতে শীঘ্রই সরকারি নির্দেশিকা জারি হবে। দু’দিন আগে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার উচ্চ আদালত জানায়, এইচ-৪ ভিসায় নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাটি আটকে রাখলে চলবে না। আজ তিন সদস্যের বেঞ্চে শুনানি হয়। বিচারপতিদের মধ্যে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত শ্রী শ্রীনিবাসন। তাঁরা জানান, ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনকে সিদ্ধান্ত জানাতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

H-4 Visa H1b Visa US Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE