রাষ্ট্রপুঞ্জ তাকে নিষিদ্ধ করেছে। মুম্বই হামলার পর তার মাথার দাম ঘোষণা করেছে মার্কিন সরকারও। কিন্তু কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে তার সংযোগ নেই বলে শুক্রবার লাহৌর আদালতে দাবি করল মুম্বই হামলার মূল চক্রী তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ। আদালতে সে জানিয়েছে, তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভুয়ো। কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার সংযোগ নেই।
মোটা টাকার সহায়তা চেয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর দ্বারস্থ হয়েছে পাকিস্তান, যাতে দেশের অর্থব্যবস্থাকে দাঁড় করাতে পারে। চলতি সপ্তাহে সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে দুই দেশের মধ্যে।
কিন্তু সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে এমনিতেই আন্তর্জাতিক মহলে দুর্নাম রয়েছে পাকিস্তানের। তাই গত সপ্তাহে আচমকাই সন্ত্রাস দমনে শশ্যব্যস্ত হয়ে ওঠে পাক সরকার। হাফিজ সইদ ও তার ১২ সহযোগীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে সে দেশের পঞ্জাব প্রদেশের সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি)। তাতে বলা হয়, স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে নাশকতামূলক কাজকর্মে জড়িত হাফিজ। জঙ্গিদের আর্থিক মদত জোগায় তার সংস্থা।