অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আগেই। এ বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ভর্তি এবং স্টুডেন্টস ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি না-করার নির্দেশ দিল আমেরিকার আদালত। ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক অ্যালিসন বুরোস বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিওরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা বা স্বরাষ্ট্র) এবং বিদেশ দফতরকে হার্ভার্ডের পড়ুয়াদের ভিসা দেওয়ার নিয়মে অনির্দিষ্ট কালের জন্য কোনও পরিবর্তন না-করার নির্দেশ দিয়েছেন।
আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী ৩০ দিনের মধ্যে বিদেশি ছাত্র ভর্তির নীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের জবাব চেয়েছিল ওভাল অফিস। তার প্রেক্ষিতে আদালতে আবেদন করেন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বুধবার ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদেশি পড়ুয়ার হার ১৫ শতাংশের মধ্যে বেঁধে রাখা উচিত। হার্ভার্ড ক্যাম্পাসে চিনা কমিউনিস্ট মতাদর্শ এবং ইহুদি বিদ্বেষের অনুপ্রবেশ ঠেকানোরও সওয়াল করেছিলেন তিনি। হার্ভার্ডের আইনজীবীরা অভিযোগ তুলেছিলেন, ফেডারেল নিয়ম মেনে না-চলেই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেশন হঠাৎ করে বাতিল করা হয়েছে। আর তার পরেই এই নির্দেশ দিলেন ডিস্ট্রিক্ট জজ বুরোস। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী নির্দেশ দেবেন কোনও ফেডেরাল বিচারক।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত সপ্তাহে জারি করা এক নির্দেশিকায় ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, ছ’দফা শর্ত না-মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পাশাপাশি জানানো হয়, এই বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া পড়াশোনা করছেন, তাঁদের এক মাসের মধ্যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। নয়তো তাঁদের স্টুডেন্টস ভিসা বাতিল করা হবে। ওই নির্দেশিকার উপর স্থগিতাদেশ চেয়ে ম্যাসাচুসেটসের বস্টনে ফেডারেল আদালতের দ্বারস্থ হয়েছিলেন হার্ভার্ড কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৩ মে) সেই আবেদন মঞ্জুর করে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। পাশাপাশি, ওই দিনই বিদেশি পড়ুয়াদের ভিসা দেওয়া বন্ধ করা নিয়ে ট্রাম্প সরকারের আর এক নির্দেশিকাকে স্থগিত করেছিলেন ক্যালিফর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেফ্রি হোয়াইট।